Xiaomi’র প্যাচওয়েল UI বিহীন নতুন MI TV 4A Youth স্মার্ট টেলিভিশান লঞ্চ হল
চিনে সাওমি তাদের Mi TV 4A Youth CNY 1,699 দামে লঞ্চ করেছে, ভারতীয় মুদ্রায় যার মুল্য প্রায় 17,800টাকা
বিগত বেশ কিছু সময় থেকেই সাওমি স্মার্টটেলিভিশান লঞ্চ করে চলেছে। আর এয়াব্র তারা তাদের একটি নতুন স্মার্টটেলিভিশান চিনে লঞ্চ করেছে। সাওমির এই নতুন স্মার্টটেলিভিশানের নাম Mi TV 4A য়ের Youth ভার্সান। আর এটি 43ইঞ্চির একটি টেলিভিশাম। কয়েক মাস আগেই সাওমি ভারতে Mi TV 4Aয়ের 43 ইঞ্চির আর 32ইঞ্চির মডেল লঞ্চ করেছিল। তবে চিনে Xiaomi MI Smart Tv 4A য়ের বেশ কিছু মডেল লঞ্চ হয়েছে। যার মধ্যে 43,49,55 আর 65ইঞ্চির মডেল আছে। আর এছাড়া কোম্পানি 40ইঞ্চির মডেলও নিয়ে এসেছিল।
Mi TV 4A Youth Smart TV য়ের দাম
Mi TV সিরিজের 4A আর 4C মডেলের বৈশিষ্ট্য এদের পাতলা বেজেলস, স্মার্ট ফিচার্স আর 4K এক্সপেশানাল পিকচার কোয়ালিটির। আর এও খেয়াল রাখার যে 4A আর 4C সিরিজের ইউথ মডেলের দাম স্ট্যান্ডার্ড Mi Tv 4 রেঞ্জের থেকে কম। কোম্পানি ইউজার্সদের কম দামে বেশি বিকল্প দিচ্ছে। Mi TV 4Aয়ের নতুন ইউথ মডেলের বিষয়ে আমরা যদি কথা বলি তবে দেখা যাবে যে এটি আসল Mi TV 4Aয়ের ছোট ভার্সান। চিনে Mi TV 4A Youth য়ের দাম CNY 1,699 আর ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় 17,800টাকা।
স্পেসিফিকেশান
এবার আমরা এই টেলিভিশানটির স্পেসিফিকেশান গুলি একবার দেখে নি। এটি একটি ফুল HD ডিসপ্লে যুক্ত টেলিভিশান যার রেজিলিউশান 1920×1080 পিক্সাল। সিরকন 60Hz রিফ্রেশ রেট অফার করে। পার্ফর্মেন্সের বিষয়ে কথা বললে Mi TV 4A Youth মডেল কোয়াড-কোর Amlogic Cortec-A53 প্রসেসার , ক্লক স্পিড 1.5GHz আর মালী-450 GPU যুক্ত আর এতে 1GB র্যাম আর 8GB ইনবিল্ড স্টোরেজ আছে।
আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন
আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন
এই টেলিভিশানটির ডায়মেনশান 965.89×607.89×233.22mm( বেস সহ) আর ওজন প্রায় 7.58কেজি। কানেক্টিভিটির জন্য এই নতুন Mi TV 4A তে ওয়াইফাই, দুটি HDMI(একটি ARC)পোর্টস, দুটি USB পোর্টস, একটি ইথারনেট পোর্ট, একটি AV কম্পোনেন্ট পোর্ট আর একটি s/PDIF অডিও পোর্ট অফার করেছে। আর ভাল অডিও ভিজুয়াল অভিজ্ঞতার জন্য কোম্পানি DTS-HD আর দুটি 6W স্পিকার্স দিয়েছে, যা ভয়েস কন্ট্রোল ফিচার ইত্যাদি ক্ষমতা যুক্ত।