XIAOMI র নতুন MI TV 4X 2020 এডিশান লঞ্চ হয়েছে

XIAOMI র নতুন MI TV 4X 2020 এডিশান লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

2 ডিসেম্বর সেল হবে

প্রাইম ভিডিও আর নেটফ্লিক্স বটন যুক্ত

টিভিটিতে 4K 10-bit HDR ডিসপ্লে দেওয়া হয়েছে

শাওমি তাদের নতুন  Mi TV 4X 2020 এডিশান লঞ্চ করেছে। এই টিভিটি 2 ডিসেম্বর মি ডট কম আর অ্যামাজন আর মি হোমে বিক্রি করা হবে। আর এই 55 ইঞ্চির টিভিটির দাম 34,999 টাকা রাখা হয়েছে। আর এই টিভিতে আছে  4K 10-bit HDR ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন শাওমির ইন হাউস ইমেজ প্রসেসিং অ্যাল্গোরিদাম, ভিডিও পিকচার ইঞ্জিন। আর এই টিভিড় অডিওর জন্য এতে ডল্বি অডিও আর DTS-HD র সঙ্গে 20W সাউন্ড দেওয়া হয়েছে।

Mi TV 4X (55) 2020 এডিশান অ্যান্ড্রয়েড টিভি 9 য়ের সযঙ্গে PatchWall 2.0 UI যুক্ত। আর শাওমির প্রেস রিলিজে বলা হয়েছে যে PatchWall 2.0 UIতে 4K কন্টেন্ট অভিজ্ঞতার জন্য লাইব্রেরি দেওয়া হয়েছে আর এর সঙ্গে এতে Netflix, Prime Video, Hotstar সহ 16 টি লিডিং কন্টেন্ট পার্টনারের সঙ্গে 7টি ভাষার 7টি লাইভ নিউজ চ্যানেল সাপোর্ট যুক্ত। আর এই Mi TV 4X (55) 2020 এডিশানে গুগলের লেটেস্ট অ্যান্ড্রয়েড টিভি 9.0 র গুগল অ্যাসিস্টেন্স YouTube, Chromecast, Google Play স্টোর আর ডাটা সেভ বিল্ড ইন আছে।

আমরা যদি এই টিভিটির কানেক্টিভিটির বিষয়ে বলি তবে এতে আপনারা 3টি  HDMI পোর্ট আর একটি ARC সাপোর্ট আছে। এর সঙ্গে এতে 2টি USB পোর্ট আছে। আর এর সঙ্গে আছে ইথারনেট পোর্ট, 1 AV পোর্ট আর  2.4GHz যা 5GHz Wi-Fi সাপোর্ট আর একটি ল্যান পোর্ট আছে। আর এর সঙ্গে ভিডিও কোড সাপোর্ট আছে যা  H.265, H.264, H.263, VP8/VP9/VC1  আর  MPEG1/2/4  আছে। আর এই টিভি অ্যাল্গোরিদাম কোর্টেক্স A53 কোয়াড কোর, মালি 450 MP3, 2GB DDR  আর 8GB eMMC স্টোরেজ যুক্ত।

আর রিমোট কন্ট্রোল ডিজাইনের পেছনে মি টিভির ডিজাইন দেওয়া হয়েছে। আর রিমোরট পাওয়ার বটনের সঙ্গে গুগল অ্যাসিস্টেন্স বটন, ডায়রেকশানাল বটন, স্লেক্টড বটন, প্যাচওয়েল আর অ্যান্ড্রয়েড বটন আছে। আর রিমোট বট্মে ভলিউম রকার, ডেডিকেটেড প্রাইম ভিডিও আর নেটফ্লিক্স বটন দেওয়া হয়েছে।

এই Mi TV 4X 43, 55, 65, 50  ইঞ্চি স্ক্রিন সাইজের।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo