Xiaomi Mi LED TV 4A Pro 12,999 টাকায় লঞ্চ হল আর এর সঙ্গে Mi Sports Bluetooth Earphones Basic এসছে যার দাম 1,499 টাকা রাখা হয়েছে
হাইলাইট
Xiaomi Mi LED TV 4A Pro 12,999 টাকায় লঞ্চ হল
Mi Sports Bluetooth Earphones Basic এসছে যার দাম 1,499 টাকা রাখা হয়েছে
আজকে Xiaomi ভারতে তাদের বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে আর এর মধ্যে নতুন স্মার্টফোন Redmi Note 7 আর Redmi Note 7 Pro আছে। আর এদের প্রাথমিক দাম 9,999 টাকা আর 13,999 টাকা। আর এছাড়া কোম্পানি আজকে Mi Sports Bluetooth Earphones Basic আর 32ইঞ্চির Mi LED TV 4A Proলঞ্চ করেছে। আর এদের দাম যথাক্রমে 1,499টাকা আর 12,999 টাকা। আর এই ইয়ারফোন আজকে মি ডট কমে প্রি অর্ডার করা যাচ্ছে আর সেখানে TV টি 7 মার্চ মি ডট কম, মি হোম আর ফ্লিপকার্টে কেনা যাবে।
Bluetooth Earphones Basic স্প্ল্যাশপ্রুফ ওয়ারলসে ইয়ারফোন। আর এটি ওয়াটার আর স্প্ল্যাশ আর স্টেভ থেকে বাঁচতে IPX4 সার্টিফিকেশান যুক্ত। আর কোম্পানি বলেছে যে এই ডিভাইসটি একবার চার্জে 9 ঘন্টার ব্যাটারি লাইফ অফার করে। আর কোম্পানি বলেছে যে এই ইয়ারফোনের বেস রেসপন্স বাড়ালে তা ইন-লাইন মাইক্রোফোণের সঙ্গে আসে যা অডিও প্লেব্যাক কন্ট্রোল করার জন্য বটন যুক্ত। আর এছাড়া এই ইয়ারফোনে গুগল অ্যাসিস্টেন্স সাপোর্ট আছে যা Bluetooth Earphones Basic য়ের দাম 1,499 টাকা।
আর আমরা যদি Mi LED TV 4A Pro র বিষয়ে বলি তবে এটি 32ইঞ্চিরত LED HD Readuy রেজিলিউশান 1280x720p যুক্ত ডিসপ্লে। আর এই টিভিটি 20W স্পিকার যুক্ত যা DTS HD অডিও সাপোর্ট করে। আর এই টিভিটি Mi প্যাচওয়াল অপারেটিং সিস্টেমে কাজ করে। আর বলা হচ্ছে যে টিভিটি 7,00,000 ঘন্টার বেশি কন্টেন্ট অ্যাক্সেস করতে পারে। আর টেলিভিশানে গুগল প্লে, ইনবিল্ট ক্রোমকাস্ট সাপোর্ট আর ইউটিউব আর গুগল অ্যাসিস্টেন্স আছে। Mi LED TV 4A Pro র দাম 12,999 টাকা।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।