দুপুর 12টা থেকে ফ্লিপকার্টে শুরু হবে MI LED Smart TV আর Mi LED Smart TV 4Aয়ের সেল
Xiaomi কয়েক দিন আগেই Mi LED Smart TV আর Mi LED Smart TV 4A লঞ্চ করেছিল আর এই টেলিভিশান দুটি সবার পছন্দ হয়েছে। আর আজকে এই দুটি টেলিভিশানই দুপুর 12টায় Flipkartয়ে কিনতে পাওয়া যাবে। আর Mi LED Smart TV 4A দুটি মডেলে সেল হবে। Mi LED Smart TV 4A একটি মডেল স্ক্রিন সাইজ 32ইঞ্চির যা 13,999টাকা দামে পাওয়া যাবে, আর সেখানে 43 ইঞ্চির স্ক্রিন সাইজের Mi LED Smart TV 4A 22,999 টাকায় কিনতে পাওয়া যাবে।
আর যদি Mi LED Smart TV 4Aয়ের স্পেশিফিকেশান একবার দেখা হয় তবে দেখা যাবে এজ এই টেলিভিসানটি আল্ট্রা-ওয়াইড LED ডিসপ্লে যুক্ত আর এতে 20W স্টিরিও স্পিকার্সও আছে। এই টেলিভিশানটি প্যাচওয়াল অপারেটিং সিস্টেমে কাজ করে। আর এছাড়া এটি 64-বিট কোয়াড কোর প্রসেসারের সঙ্গে 1GB র্যাম আর 8GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর এর রেজিলিউশান 1366×768।
Mi LED Smart TV 4 য়ের দাম 39,999টাকা। এই TVটি 55ইঞ্চির 4K HDR ডিসপ্লে যুক্ত। আর এতে 2GB র্যাম আর 8GB স্টোরেজ আছে। কানেক্টিভিটির জন্য এও টেলিভিশানটি ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই আর ব্লুটুথ 4.0’র ব্যবহার করে। এটি 3 HDMI পোর্টস 1 ARC, 1 USB 3.0 পোর্ট আর 1 USB 2.0 পোর্ট অফার করে। প্রেসসিং ইউনিটের জন্য Mi TV 4 মালী T830 গ্রাফিক্সের সঙ্গে এমলজিক 64 বিট কোয়াড কোর CPUয়ের ব্যবহার করে। সাউন্ড ডিপার্টমেন্টে Mi TV 4 Dolby+DTS সিনেমা অডিও কোয়ালিটি অফার করে।
Mi LED স্মার্ট TV 4 অ্যান্ড্রয়েড নির্ভর সাওমির প্যাচওয়েল OSয়ে চলে কিন্তু গুগ্ল প্লে স্টোর সাপোর্ট করেনা। Mi LED স্মার্ট TV 4য়ে বাংলা সহ 15টি ভারতীয় ভাষার সাপোর্ট আছে।