ফ্লিপকার্টে আর মি ডট কমে Mi Tv 4X Pro আর 4A Pro য়ের প্রথম সেল শুরু হয়েছে আর এই সেল আজকে দুপুর 12টায় হবে
Mi TV 4X Pro 55 ইঞ্চির আর Mi TV 4A Pro 43 ইঞ্চির মডেলের সঙ্গে আজকে প্রথমবার দুপুর 12টার সময়ে শুরু হবে। সাওমি গত সপ্তাহে এই দুটি টিভি লঞ্চ করেছিল। আর এর সঙ্গে তারা Mi সাউন্ডবারও লঞ্চ করেছিল। আর দুটি Mi Tv মডেলেই কোম্পানির প্যাচওয়েল UI আছে।
নতুন Xiaomi Mi TV ম ডেল আজকে ফ্লিপকার্ট আর মি ডট কমে আর মি হোম স্টোর থেকে কেনা যাবে আর এই সেল আজকে দুপুর 12টার সময়ে হবে। Mi TV 4X Pro 55 ইঞ্চির মডেল ভারতে 39,999 টাকায় লঞ্চ করা হয়েছে আর সেখানে Mi TV 4A Pro 43 ইঞ্চির ভেরিয়েন্টটি 22,999 টাকায় লঞ্চ করা হয়েছে।
Mi TV 4X 55 ইঞ্চি
Mi TV 4X Pro 55 ইঞ্চির 4K UHD ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশান 2160×3840 পিক্সাল আর এটি 10 বিট কালার ডেপথ আর HDR 10 সাপোর্ট যুক্ত। আর এটি 64বিট এলম্যাজিক কোড প্রসেসার আর মালি 450 GPU আছে। আর 55 ইঞ্চির এই টিভিতে 2GB র্যাম আর 8GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে Wi-Fi 802.11 b/g/n (2.4GHz/5GHz ব্লুটুথ v4.2, তিনটি HDMI পোর্ট দুটি USB পোর্ট আর একটি S/PIDF পোর্ট আছে আর এর সঙ্গে একটি ইথারনেট পোর্টও আছে। আর এই টিভিটি স্পিকারের সঙ্গে আসে আর এটি DTS-HD সাউন্ড সাপোর্ট করে।
Mi TV 4A Pro 43 ইঞ্চি
43 ইঞ্চির Mi TV 4A Pro TV তে ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1920×1080 পিক্সাল। আর এই টিভিতে 1GB র্যাম দেওয়া হয়েছে আর এটি 3.5mm অডিও জ্যাক যুক্ত আর এই টিভিতে সব ফিচার্স 55 ইঞ্চির ভারিয়েন্টের মতনই।