Thomson India -এর SPPL নতুন স্মার্ট টিভি লঞ্চ করল দেশে। এর মধ্যে আছে একটি 50 ইঞ্চির 4K LED TV। এই পেল্লাই সাইজের টিভি কেনা যাবে মাত্র 27,999 টাকায়।
এছাড়া এই কোম্পানির তরফে একটি 43 ইঞ্চির স্মার্ট টিভিও আনা হয়েছে। এটির দাম 22,999 টাকা। বর্তমানে এই টিভিগুলো Flipkart থেকে কেনা যাচ্ছে তাও দুর্দান্ত অফারের সঙ্গে। আছে ব্যাংক অফার।
4K টিভি ছাড়াও Thomson India -এর তরফে 3টি নতুন HD এবং Full HD টিভি আনা হয়েছে Thomson FA সিরিজের আওতায়। এখানে আছে 32, 40 এবং 42 ইঞ্চির তিনটি সাইজ।
https://twitter.com/ThomsonTvIndia/status/1663447831515103232?ref_src=twsrc%5Etfw
1. 4K টিভিগুলোতে আছে Google Tv OS।
2. এখানে পাতলা বেজেল দেখা যাবে। আছে Dolby Vision সহ HDR 10+ , Dolby Atmos, Dolby Digital Plus, ইত্যাদির সুবিধা।
3. এই টিভিতে আছে 40W স্পিকার সহ 2 GB RAM এবং 16 GB ইন্টারনাল স্টোরেজ।
4. ডুয়াল ব্যান্ড WIFI এবং ব্লুটুথ সাপোর্ট করে এটি। Chromecast -এর সাপোর্ট মিলবে এখানে।
আরও পড়ুন: Samsung ভারতে লঞ্চ করল সস্তা দামের 4K iSmart TV, রয়েছে প্রিমিয়াম ফিচার
5. Netflix, Amazon Prime, Disney Plus Hotstar, ইত্যাদির মতো একাধিক App রয়েছে এই টিভিতে।
6. এই টিভির সঙ্গে গ্রাহকরা পাবেন ব্লুটুথ রিমোট যেখানে Netflix, Google Play, YouTube -এর জন্য একাধিক হটকি।
7. এখন এই নতুন Thomson 4K Tv Flipkart থেকে কেনা যাচ্ছে। এখানে একাধিক ব্যাংকের অফার আছে। ব্যাংক অব Baroda -এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা কো 10% ছাড় মিলবে। HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে EMI লেনদেন করলে পাবেন 1,250 টাকার ছাড়।
এখানে RealTek প্রসেসর সহ অ্যান্ড্রয়েড 11 OS আছে। এটার সাহায্যেই টিভিগুলো চলে। বেজেললেস ডিজাইন দেখা যাবে এখানে। আছে 30W স্পিকার সহ Dolby Digital, Netflix -এর সুবিধা।
আরও পড়ুন: একটা দুটো নয়, Asus এক সঙ্গে 13টা নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করল দেশে! দাম কত?
6000 -এর বেশি অ্যাপ এবং গেম ডাউনলোড করা যাবে এখানে, এর মধ্যে আছে Prime Video, Disney Plus Hotstar, Apple TV, Voot, Zee5, ইত্যাদি। এগুলো সবই Google Play Store থেকে ডাউনলোড করা যাবে।
এই প্রতিটা নতুন Thomson TV -তে পার্সোনালাইজড হোম স্ক্রিন আছে। এখানে চাইল্ড প্রোফাইল বানানো যাবে যার সাহায্যে কনটেন্ট রেস্ট্রিক্ট করে দিতে পারবেন।