ফ্লিপকার্টে দারুন সব TCL টিভির ডিল

ফ্লিপকার্টে দারুন সব TCL টিভির ডিল
HIGHLIGHTS

এখানে আপনারা 11 হাজার টাকা থেকে লাখ খানেকের টিভি পাবেন’

ফ্লিপকার্টে এই সেল চলছে

আপনি নিজের বাড়ির জন্য একটি বড় টিভি কিনতে চাইছেন? বাজেট নিয়েও চিন্তা কম বা একটি নির্দিষ্ট বাজেটের ভাল টিভিই আপনার লক্ষ্য? এসব কিছুই আজকে আপনারা পেয়ে যাবেন ফ্লিপকার্টের এই ডিলে। এখানে আজকে আমরা হাজার এগারো থেকে লাখের ওপরের টিভির বিষয়ে বলব নিজের পছন্দ অনুসারে সেই সব টেলিভিশান নিজের করতে পারবেন। ফ্লিপকার্টের এই টিভির ডিলে TCL র সব টিভি আছে।

আর এছাড়াও আপনারা এখান থেকে একাধিক দারুন টিভি নিজের করতে পারবেন। আসুন তবে আর দেরি না করে সেই সব কিছু দেখা নেওয়া যাক।

iFFALCON by TCL 79.97cm

এই টেলিভিশানটি আজকে এখানে 11,499 টাকায় কেনা যাবে। এই 32 ইঞ্চির টেলিভিশানটির আসল দাম এখানে 18,999 টাকা বলা হয়েছে। এটি একটি LED অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশান। এখান থেকে কিনুন।

iFFALCON by TCL F2 99.8cm

আপনারা আজকে এই 40 ইঞ্চির ফুল HD LED স্মার্টটিভিটি এখানে মাত্র 15,499 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 23,990 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

iFFALCON by TCL 100.3cm

আজকে এই টিভিটি আপনারা 18,499 টাকায় কিনতে পারবেন তবে সাইটে এর আসল দাম 26,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

iFFALCON by TCL

আপনারা এই টেলিভিশানটি এখানে মাত্র 27,499 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 40,990 টাকা বলা হয়েছে। আর এই টেলিভিশানটিএ ক্তি 49 ইঞ্চির স্ক্রিনের টেলিভিশান। এখান থেকে কিনুন।

iFFALCON by TCL

এই টিসিএলের টেলিভিশানটিএ 55 ইঞ্চির টেলিভিশান আর এটি আপনারা এখানে মাত্র 37,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 59,990 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

iFFALCON by TCL V2A

এই 65 ইঞ্চির টেলিভিশানটি আপনারা আজকে এখানে 99,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম এমনিতে 2,29,990 টাকা বলা হয়েছে। এটি একটি আল্ট্রা HD 4K QLED স্মার্ট টেলিভিশান। এখান থেকে কিনুন।

 

নোট ঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

নোটঃ ওপরের ছবিটি প্রতীকী ছবি।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo