TCL আনছে বিশ্বের প্রথম 75 ইঞ্চি 8K 265Hz টিভি টেকনোলজি, জেনে নিন কী থাকবে ফিচার
প্রথম জেনারেশনের 8K 1G1D টেকনোলজি গত বছর লঞ্চ করেছিল TCL
সেকেন্ড জেনারেশনের 1G1D টেকনোলজি হাই থ্রু – পুটের H-HVA টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে পারে
নতুন 75 ইঞ্চির টিভিতে রয়েছে 8K 265 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে
গ্যাজেট মেকার জায়েন্ট ব্র্যান্ড TCL সম্প্রতি 75 ইঞ্চির 8K 265 Hz a-Si 4 Mask 1G1D ডিসপ্লে টেকনোলজি টিভি লঞ্চের কথা ঘোষণা করেছেন। গত বছরই এই ব্র্যান্ড প্রথম জেনারেশনের 8K 1G1D টেকনোলজি লঞ্চের বিষয়টি সামনে এনেছিল। তবে 2021 সালে এই টেকনোলজির সাথে আসা টিভিগুলির ইমেজ কোয়ালিটি, রিফ্রেশ রেট এবং ম্যানুফ্যাকচার প্রসেসকে আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে।
রিপোর্টে জানানো হয়েছে যে নতুন জেনারেশনের 8K 1G1D টেকনোলজি হাই থ্রু-পুটের H-HVA টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে পারে। এছাড়াও 4Mask টেকনোলজিতে রয়েছে ইউনিক HCC চার্জিং কমপেনসেশন টেকনোলজি যা সুপার fluid 265Hz 8K 1G1D ডিসপ্লে তৈরিতে সাহায্য করে।
সাধারণ 8K টিভি আসে 120Hz রিফ্রেশ রেটের সাথে। তবে TCL ব্র্যান্ডের 8K টিভি আসছে 265Hz রিফ্রেশ রেটের ডিসপ্লের সাথে। TCL Huaxing ব্র্যান্ডের 8K টিভিতে বড়ো সাইজের সাথে সাথে রয়েছে পিক্সেল আর্কিটেকচার ডিজাইন। সেইসঙ্গে H-HVA ট্রান্সমিটেন্স 10% বেড়েছে আগের জেনারেশনের মডেলের তুলনায়।
সেকেন্ড 8K 1G1D টেকনোলজি আসছে ইউনিক HCC রো ভ্যারিয়েবেল চার্জিং টেকনোলজির সাথে। এই টেকনোলজি হাই ড্রাইভ GOA এবং কমপেনসেশন সার্কিট ডিজাইনের সঙ্গে যুক্ত যা 8K CSPI ইন স্ক্রিন হাই স্পিড ট্রান্সমিশন টেকনোলজি তৈরি করতে সাহায্য করে। এগুলি ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সিকে 7.5 বার পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে।
এছাড়াও TCL ব্র্যান্ড প্রথম 85 ইঞ্চির 8K 120Hz 1G1D হাই এন্ড এলসিডি ডিসপ্লে নির্ভর IGZO টেকনোলজি লঞ্চের কথা তুলে ধরেছে World Display Industry Conference 2021 ইভেন্টে। এদের মধ্যে একটি মডেলের কন্ট্রাস্ট রেশিও থাকতে পারে 5000:1 । এছাড়া পাওয়ার কনজাম্পশনও হতে পারে একই স্পেসিফিকেশনের সঙ্গে থাকা প্রোডাক্টের চাইতে 30% কম।