Sony -এর তরফে একটার পর একটা নতুন প্রজন্মের স্মার্ট টেলিভিশন নিয়ে আসা হচ্ছে। এখানে যেমন দুর্দান্ত বিনোদন পাওয়া যাবে তেমনই মিলবে উন্নতমানের ভিউয়িং এক্সপিরিয়েন্স। 4K রেজোলিউশন সহ উন্নত কালার দেখা যাবে এই টিভিতে। শুধু তাই নয়, ভালো মানের সাউন্ড পাওয়া যাবে এখানে।
আসুন এই টিভিতে কী কী ফিচার আছে দেখে নেওয়া যাক।
1. এখানে গ্রাহকরা পাবেন স্লিম টিভি অর্থাৎ একেবারে স্লিক ডিজাইন সহ বড় একটি স্ক্রিন পাবেন। সামান্য বেজেল আছে এই টিভিতে।
2. Sony Bravia X70L টিভিটি দুটি সাইজে ভারতে লঞ্চ করেছে। একটি হল 43 ইঞ্চি, একটি হল 50 ইঞ্চি। এখানে X1 পিকচার প্রসেসর আছে।
এটা শব্দ কমাতে এবং ডিটেল নিখুঁত ভাবে দিতে সাহায্য করবে। 4K রেজোলিউশন পাবেন এই টিভিতে সঙ্গে লাইভ কালার টেকনোলজি।
3. 4K টেলিভিশন খুঁজে থাকলে চোখ বন্ধ করে এই টিভিকে ভরসা করতে পারেন, এখানে একদম 4K এক্সপিরিয়েন্স পাবেন। এমনকি কোনও ছবি যদি 2K -তেও তোলা হয় তাহলেও সেটা এখানে আপগ্রেড করে 4K -তে দেখতে পাবেন 4K X Reality Pro -এর সাহায্যে।
4. ব্যাফেল ডাউন টুইন স্পিকার আছে এই টিভিতে। 20W শব্দ পাবেন সঙ্গে থাকবে Dolby Audio -এর সাপোর্ট। এখানে একদম পরিষ্কার ন্যাচরাল শব্দ পাওয়া যাবে।
5. এই স্মার্ট টিভিতে আপনি চাইলে 10,000 -এর বেশি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। 7,00,000 -এর বেশি ছবি দেখতে পারবেন এবং টিভি সিরিজ তো আছেই।
6. এটি Google Tv -এর সাহায্যে চলে। সঙ্গে আছে Google Assistant -এর সাপোর্ট।
8. Apple Home Kit সাপোর্ট করে এটা। স্ট্রিমিং করার জন্য Airplay ইন্টিগ্রেট করা যায় iPhone বা iPad -এর সাহায্যে।
9. এটি একটি দীর্ঘমেয়াদি টিভি। X প্রোটেকশন প্রো টেকনোলজির সাহায্যে তৈরি হয়েছে এই ছবি। এটি ধুলো, হিউমিডিটি প্রতিরোধ করতে সক্ষম। এমনকি বাজ পড়া বা ভোল্টেজ আপ ডাউন ইত্যাদির হাত থেকেও সুরক্ষিত থাকবে এই টিভি।
ভারতে এই টিভির 43 ইঞ্চির দাম রাখা হয়েছে 59,900 টাকা। অন্যদিকে KD 50X70L অর্থাৎ 50 ইঞ্চির দাম রাখা হয়েছে 74,900 টাকা।