CES 2018 তে সোনির A8F 4K OLED আর X900F LCD TV’র ঘোষনা করেছে

Updated on 17-Jan-2018
HIGHLIGHTS

এই নতুন সোনির টিভিতে রিমোটে অ্যান্ড্রয়েড টিভি সিওআইয়ের জন্য একটি ডেটিকেটেড গুগল অ্যাসিস্টেন্স আর গুগল প্লে বটনও আছে

আপনার যদি বাজেটের চিন্তা না থাকে, তবে এখন 2017 সালে আসা Sony Bravia OLED A1  সব থেকে ভাল টিভি। আর এবার সোনির নতুন A8F 4K OLED সিরিজের সঙ্গে X900F LCD TV প্ল্যাটফর্মের কথা ঘোষনা করেছে।

সোনির 2018 রেঞ্জের টেলিভিসাহ্ন বেশি স্মার্ট ডিভাইস। গুগল অ্যাসিস্টেন্স ইন্টিগ্রেশানের সঙ্গে সঙ্গে স্মার্ট স্পিকারকে অ্যামাজনে একই রেঞ্জের সাপোর্টও পাচ্ছে। নতুন সোনি টিভির রিমোটে অ্যান্ড্রয়েড টিভির পরিষেবার জন্য একটি ডেটিকেটেড গুগল অ্যাসিস্টেন্স আর গুগল প্লে বটনা আছে।

অ্যাসিস্টেন্স ইন্টিগ্রেশানের ফলে ভয়েস কমান্ডে স্বাভাবিক ভাবে সুবিধা আছে। আর এর সনবগে দুটি A8F আর X900F সিরিজের টেলিভিশান ডল্বি ভিজান আর HDR 10 সাপোর্ট করে। ডল্বি ভিজান অনিবার্য ভাবে HDR 10 এর আরও একটি অফিসিয়াল প্রিমিয়াম ফর্ম, ডল্বি ভিশান 10-বিটকে HDR10 এর জায়গায় 12-বিট কালার ডেপথ দিয়েছে।

এছাড়া, ডল্বি ভিশান অধিকতম 10,000 nits ব্রাইটনেশ ক্যারি করে আর সেখানে HDR10, 4,000 nits অব্দি এটি সাপোর্ট করে, মানে এই যে এটি এর পূর্ববর্তীর তুলনায় বেশি ব্রাইট।

সোনি CES 2018তে একটি প্রোটোটাইপ 8K HDR TV’র প্রদর্শন করেছে, যাতে 10,000 nits ব্রাইটনেস ছিল। এই প্রোটোটাইপ সোনির X1 Ultimate নেক্সট জেনারেশান প্রসেসারে কাজ করে।

যদি Sony 4K OLED Bravia A8F সিরিজের ডিটেলের বিষয়ে কথা বলা হয় তবে সোণি গত বছর Bravia A1 OLED এর কিছু ডিজাইনে পরিবর্তন করেছে। A8F OLED সিরিজে 55ইঞ্চির আর 65 ইঞ্চির মডেল আছে। A8Fএ গত বছর অ্যাকাডাস্টিক সারফেস প্রজুক্তিয়া ছে, যা টিভির জন্য আভ্যন্তরীণ স্পিকার ব্যবহার করার বদলে ডিসপ্লে ভাইব্রেটিঙ্গের মতন টেলিভিশান সাউন্ড দেবে। এছাড়া টিভির ব্যাক সাইউডে সব বুফারও আছে।

A8F Sony Bravia OLED আর X900F LCD টিভি সোনির নিজের X1 এক্সট্রিম 4K HDR প্রসেসার যুক্ত। যাতে 4K HDR ছবি দেখতে OLED’র ক্ষমতা বেড়েছে।

সোনি টিভির X900F LCD রেঞ্জের বিষয়ে কথা বললে এতে এই বছর LCD সাইজেকে বড় দেখানো হয়েছে। 85ইঞ্চি, 75ইঞ্চি, 65ইঞ্চি, 55ইঞ্চি আর 49ইঞ্চি স্ক্রিনের আকারের কথা ঘোষনা করেছে। X900F LCD LCD টিভি, ব্লার্স কম করে আর ফাস্ট অ্যাকশান প্রেসেন্ট করার জন্য X- মোশান কোয়ালিটির প্রযুক্তির সুবিধা দেয়।

এর আগেই যেমন বলা হয়েছে যে, X900F LCD TVs এ সোনির X1 এক্সট্রিম 4K HDR ইমেজ প্রসেসার আছে। শেষ অব্দি এটি তাদের জন্য ভগাল খবর যারা গত বছর দামি সোণি টেলিভিশান কিনেছে। কারন CES 2018’র ইভেন্টে সোনি 2017’র হাই-এন্ড টেলিভিশানের আগামী ফর্মওয়্যার আপডেট করার মাধ্যেম ডল্বি ভিশান যুক্ত করার কথা ঘোষনা করেছে।

Connect On :