23,999 টাকায় লঞ্চ হল এই LED টিভিটি

23,999 টাকায় লঞ্চ হল এই LED টিভিটি
HIGHLIGHTS

49 ইঞ্চি স্ক্রিনের Shinco S050AS-E50 টিভিটি লঞ্চ হল

এর দাম 23,999টাকা রাখা হয়েছে

চিনের ইলেক্ট্রনিক কোম্পানি Shinco ভারতে তাদের লেটেস্ট স্মার্টটিভি লঞ্চ করা হয়েছে। কোম্পানি ভারতে তাদের স্মার্ট টিভি প্রোডাক্টে কাজ করছে। Shinco বলেছে যে এই টিভিটি SO50AS-E50 অ্যান্ড্রয়েড 8.0 তে চলে আর এই টিভিতে একটি 49 ইঞ্চির স্ক্রিন আছে। আর এই টিভিটির বড় বৈশিষ্ট্য এই যে এর দাম মাত্র 23,999 টাকা রাখা হয়েছে।

Shinco SO50AS-E50 টিভিটি একটি 49 ইঞ্চির A+ গ্রেডিয়েন্ট ডিসপ্লের টিভি আর এটি HD রেজিলিউশান যুক্ত। আর এই টিভিটী কার্টেক্স A-53 প্রসেসার যুক্ত আর এই টিভিতে কোয়াড কোর CPU আছে আর এটি 800MHz ক্লড। আর এই টিভিতে মালি 450 GPU আছে। আর এই Shinco SO50AS-E50 টিভিটিতে 1GB র‍্যাম আছে আর এতে 8GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর কানেক্টিভিটির জন্য এই টিভিতে HDMI পোর্ট দুটি USB টাইপ A পোর্ট আর ওয়াই ফাই আছে। আর এই টিভিটি 4K কন্টেন্টের জন্য বক্স স্পিকার রাখা হয়েছে।

কোম্পানি জানিয়েছে যে এই টিভিতে নতুন ভিউং মোডও আছে আর এটি ক্রিকেট পিকচার মোড নামে এসেছে। আর কোম্পানি দাবি করেছে যে এই মোড ক্রিকেট দেখার অভিজ্ঞতা আরও ভাল করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo