ভারতে 8K ‘ প্রফেশানাল ডিসপ্লে’ লঞ্চ করল Sharp

Updated on 19-Sep-2018
HIGHLIGHTS

শার্প ইনফোকম 2018 সালে তাদের ভাল ভিজুয়াল সলিউশ্না নিয়ে এসেছে, 8K প্রফেশানাল ডিসপ্লের টপ এন্ড মডেল একটি B2B প্রোডাক্ট

জাপানের শার্প কর্পোরেশানের ভারতীয় শার্প বিজনেস সিস্টেম (ইন্ডিয়া) ইনফোকম 2018 তে তাদের প্রফেশানাল ডিসপ্লে সিরিজ লঞ্চ করেছে। শার্প এই ইভেন্টের সময়ে “চেঞ্জিং দ্যা ওয়ার্ল্ড ইউথ 8” ভিশানের সঙ্গে 8K প্রফেশানাল ডিসপ্লে সারা বিশ্বের সামনে নিয়ে এসেছে। এর দাম 20 লাখ টাকা।

8K প্রফেশানালা ডিসপ্লের টপ এন্ড মডেল “LV-70X500E” আর এটি সম্পূর্ণ ভাবে B2B9 (বিজনেস টু বিজনেস) প্রোডাক্ট। এতে 8K হাই রেজিলিউশান LCD প্যানেল আছে, আর এটি ফুল HDর থেকে 16 গুন বেশি রেজিলিউশান দিতে পারে।

শার্প ইন্ডিয়ার  তরফে তাদের CEO সিংজি মেনাটেগো জানিয়েছেন, “ আমরা মনে করি যে 8K একটি যুগান্তকারী ব্যাপার হবে। আর এই প্রযুক্তির ভবিশ্যত আর সারা বিশ্বে অনেক ধরনের অ্যাপ্লিকেশানে পার্থক্য দেখা যাবে, আমারা ভারতে 8K প্রযুক্তি ন্যে উৎসাহী”।

শার্প সারা বিশ্বের নেটওয়ার্কড মাল্টিফাংশানালা অফিসার সলিউশান আর প্রফেশানাল ডিপ্লেজ আর অফিস সলিউশানের আপগ্রেড করে। 2018 তে এই কোম্পানিটি প্রথমে ‘ থমম্পসন সাইটস টপ-100 আন্তর্জাতিক প্রযুক্তির লিডার”; অ্যাওয়ার্ড পেয়েছে।

Connect On :