Samsung ভারতে লঞ্চ করল সস্তা দামের 4K iSmart TV, রয়েছে প্রিমিয়াম ফিচার

Samsung ভারতে লঞ্চ করল সস্তা দামের 4K iSmart TV, রয়েছে প্রিমিয়াম ফিচার
HIGHLIGHTS

Samsung ভারতে তার নতুন স্মার্ট টিভি Samsung Crystal 4K iSmart UHD TV 2023 লঞ্চ করেছে

Samsung এর এই স্মার্ট টিভির সাথে HDR10+ এর সাথে 4K রেজোলিউশন পাওয়া যাবে

Samsung Crystal 4K iSmart UHD TV এর সাথে Tizen OS এবং ক্রিস্টল টেকনোলজি অফার করছে

সাউথ কোরিয়ন কোম্পানি Samsung ভারতে তার নতুন স্মার্ট টিভি Samsung Crystal 4K iSmart UHD TV 2023 লঞ্চ করেছে। Samsung এর এই নতুন স্মার্ট টিভি একাধিক সাইজে চালু করা হয়েছে। কোম্পানির এই টিভি লেটেস্ট টেকনোলজি সহ বাজারে আনা হয়েছে।

Samsung এর এই স্মার্ট টিভির সাথে HDR10+ এর সাথে 4K রেজোলিউশন পাওয়া যাবে। এই টিভিতে IoT হাব এবং IOT সেন্সর লাইটও পাওয়া যাবে, যা অটোমেটিক ব্রাইটনেস এডজাস্ট করে। Samsung Crystal 4K iSmart UHD TV এর সাথে Tizen OS এবং ক্রিস্টল টেকনোলজি অফার করছে।

Samsung Crystal 4K iSmart UHD টিভির দাম

Crystal 4K iSmart 43″ – 33,990 টাকা
Crystal 4K iSmart 50″ – 45,990 টাকা
Crystal 4K iSmart 55″ – 47,990 টাকা
Crystal 4K iSmart 65″ – 71,990 টাকা

আরও পড়ুন: 10 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে Oneplus এর 5G ফোন, জলের দরে বাড়ি নিয়ে আসুন

দামের কথা বললে, Samsung Crystal 4K iSmart UHD টিভির 43-ইঞ্চি মডেলের দাম 33,990 টাকা রাখা হয়েছে। এর পাশিাপাশি, টিভির 65-ইঞ্চি মডেলটি 71,990 টাকায় কেনা যাবে। Samsung এর এই লেটেস্ট টিভিটি Amazon, Flipkart এবং samsung এর ই-স্টোর থেকে কেনা যাবে।

Samsung Crystal 4K iSmart UHD কী রয়েছে বিশেষ

Samsung কোম্পানির এই টিভি 43inch থেকে 65inch পর্যন্ত স্ক্রিন সাইজে আনা হয়েছে। টিভিতে দুর্দান্ত ফিচার অফার করা হচ্ছে, যেমন এক বিলিয়ন ট্রু কালার, ডিটেল ভিজ্যুয়ালের জন্য HDR10+ এর পাশাপাশি এতে 3টি সাইডে বেজেল লেস ডিজাইন দেওয়া হয়েছে। 

এছাড়াও এতে Q-Symphony, OTS Lite এবং Adaptive Technologyও পাওয়া যাবে। কোম্পানির এই টিভিতে অনেক দুর্দান্ত স্মার্ট ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে, যার মধ্য়ে রয়েছে মাল্টিপাল কানেক্টিভিটি অপশন এবং জনপ্রিয় স্ট্রিমিং সর্ভিসের সাথে সামঞ্জস্যতা সাপোর্ট, যা আপনার স্মার্ট হোম কে আরও নিখুঁত করে তোলে।

Samsung-smart Tv

আরও পড়ুন: পুরানো মডেল থেকে 80 শতাংশ বেশি ফাস্ট চলবে Nothing Phone 2, জানুন কত হবে দাম

Samsung এর Crystal 4K iSmart UHD টিভিতে একটি ক্যামেরাও রয়েছে, যা ভিডিও কলের জন্য দেওয়া। টিতিতে দেওয়া ক্যামেরাটি SlimFit নাম দেওয়া হয়েছে। টিভির সাথে অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড (OTS) লাইট এর সাপোর্ট পাওয়া যাবে, যা সিনেমাটিক 3D সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য দেওয়া। লেটেস্ট টিভিতে 108 চ্যানেল সাপোর্ট পাওয়া যাবে। টিভির সাথে অটো গেম মোড এবং লো লেটেন্সি মোডও পাওয়া যায়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo