স্মার্টফোনের পরে এবার স্মার্টটিভি আনবে ONEPLUS, এই বছরই আসবে এই টিভি

স্মার্টফোনের পরে এবার স্মার্টটিভি আনবে ONEPLUS, এই বছরই আসবে এই টিভি
HIGHLIGHTS

2018 সালে কোম্পানির নতুন লঞ্চ বিষয়ে জানা গেছিল

টিপস্টার টুইট করেছেন যে OnePlus এবার টিভি লঞ্চ করবে

স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ানপ্লাস এবার তাদের ইউজ্রদের বেশ কিছু স্মার্টফোন দেওয়ার পরে নতুন কিছু আনতে চলেছে। কিছু লিক রিপোর্ট অনুসারে কোম্পানি তাড়াতাড়ি একটি নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে আর এটি একটি স্মার্ট টিভি হবে।

এর আগে মানে 2018 সালে কোম্পানি তাদের টিভির বিষয়ে জানিয়েছিল। আর ওয়ানপ্লাসের CEO Pete Lau গত বছর বলেছিলেন যে তাদের কোম্পানি স্মার্টটিভির ওপর কাজ করছে। আশা করা হচ্ছে যে আপকামিং এই টিভি এই বছর মানে 2019 সালেই আসবে।

কোম্পানি এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু অফিসিয়ালি জানায়নি যে OnePlus TV লঞ্চের সময় কবে বা কখন , তবে কোম্পানি তাদের আপকামিং স্মার্টটিভির কথা জানিয়েছে। র জানা গেছে যে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ফোন OnePlus 7 Pro র পরে এবার এই নতুন ডিভাইসও ভারতে আনতে পারে।

আর আপনাদের বলে রাখি যে টিপস্টার ইশান আগ্রওয়াল OnePlus TV র বিষয়ে একটি  টুইট করেছেন। টুইটে তিনি বলেন যে এই টিভি LG আর সোনির প্রিমিয়াম স্মার্টটিভির মতন OLED ডিসপ্লে যুক্ত হতে পারে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo