ওয়ান প্লাস টুইটের মাধ্যমে জানিয়েছে, যে কোম্পানি 2 জুলাই ভারতে OnePlus TV লঞ্চ করবে
OnePlus TV টিভির দাম ভারতে 20,000 টাকার কম হবে বলে জানিয়েছে কোম্পানি
OnePlus কোম্পানি আরেকটি টুইট করেছে, যেখানে লেখা, “স্পেসিফিকেশন অনেক, দামে সহজ।”
স্মার্টফোনের পর স্মার্ট টিভি নিয়ে আসতে চলেছে ওয়ানপ্লাস কোম্পানি। Oneplus-এর তরফ থেকে সোমবার এই বিষয়ে জানানো হয়েছে। কোম্পানি জানায়ে যে, 2 জুলাই ভারতীয় গ্রাহকদের জন্য কমদামের ওযানপ্লাস টিভি লঞ্চ করবে। তবে কোম্পানির তরফ থেকে এখনো টিভির নাম জানানো হয়েনি।
তবে ওয়ানপ্লাস টিভির দাম নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছে। কোম্পানি আপকামিং টিভির দাম 20,000 টাকার মধ্যে হবে বলে জানিয়েছে। এতে পরিস্কার হযে যাচ্ছে য়ে Oneplus ভারতীয বাজারে জনপ্রিয কোম্পানি Xiaomi-র Mi TV ও Realme TV কে টেক্কা দিতে হাজির হচ্ছে।
OnePlus সংস্থা তার টুইটারে একটি টুইটে তাদের আপকমিং OnePlus TV-র দাম প্রকাশ করেছে। কোম্পানি টুইট করে, “নতুন ওয়ানপ্লাস টিভি সিরিজের দাম ১X,৯৯৯ । আপনি কি দাম অনুমান করতে পারেন? ”
টুইটের মাধ্যমে দুটি বিষয়ে পরিস্কার হয়ে গেল, যে কোম্পানি 2 জুলাই ভারতে OnePlus TV লঞ্চ করবে। এবং ওয়ান প্লাস টিভির দাম 20,000 টাকার কম। এছাড়া কোম্পানি আরেকটি টুইট করেছে, যেখানে লেখা, “স্পেসিফিকেশন অনেক, দামে সহজ।”