OnePlus TV 40Y1 টিভির আজ প্রথম সেল, 11 হাজার টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে এই Android TV

OnePlus TV 40Y1 টিভির আজ প্রথম সেল, 11 হাজার টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে এই Android TV
HIGHLIGHTS

OnePlus TV 40Y1 ভারতে মাত্র 21,999 টাকায় কেনা যাবে

OnePlus TV 40Y1 টিভি-তে বেজ়েল-লেস ডিজাইন, মাল্টিপল পোর্ট, নয়েজ় ক্যান্সেলেশন-সহ একাধিক আকর্ষণীয় ফিচার্স দেওয়া হয়েছে

OnePlus এই নতুন টিভিতে 11,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে

OnePlus TV 40Y1 First Sale: চিনা সংস্থা OnePlus সম্প্রতি টিভি সেগামেন্টে একটি নতুন টেলিভিশন OnePlus TV 40Y1 লঞ্চ করেছিল। এই টিভিটি সংস্থার OnePlus TV Y Series-এর আওতায় লঞ্চ করা হয়েছে। টিভি-তে বেজ়েল-লেস ডিজাইন, মাল্টিপল পোর্ট, নয়েজ় ক্যান্সেলেশন-সহ একাধিক আকর্ষণীয় ফিচার্স দেওয়া হয়েছে। আজ এই টিভির প্রথম সেল আজ দুপুর 12টা থেকে ই-কমার্স ওয়েবসাইট Flipkart-থেকে করা হবে। ভারতে ওয়ানপ্লাস টিভি-র দাম 21,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশিই টিভির প্রথম সেলে একাধিক অফারও দেওয়া হচ্ছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক OnePlus TV 40Y1 -তে কী অফার দেওয়া হচ্ছে।

OnePlus TV 40Y1 দাম এবং অফার্স:

ভারতে OnePlus-এর এই নতুন টিভি মাত্র 21,999 টাকায় কেনা যাবে। এই দামে আপনি 40 ইঞ্চির মডেল পাবেন। সংস্থা এই টিভিতে 11,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। এছাড়া HDFC Bank-এর ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে EMI ট্রান্জাকশনের মাধ্যমে এই টিভি যাঁরা কিনবেন, তাঁরা 10% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এই টিভি OnePlus Online Store থেকেও কেনা য়াবে। আপনি চাইলে EMI-তেও কিনতে পারেন।

OnePlus TV 40Y1 স্পেসিফিকেশনস ও ফিচার্স 

OnePlus TV 40Y1-এ দেওয়া হয়েছে 40 ইঞ্চির ফুল HD+ LED স্ক্রিন, যার রেজোলিউশন 1920X1080 পিক্সেলস। TV-র ডিসপ্লের রিফ্রেশ রেট হল 60Hz। এই টিভিটি অ্যান্ড্রয়েডে চলে। এটি Android TV 9  ভিত্তিক Oxygen Play OS-এ কাজ করে। এই টিভিটি বেজেল-লেস ডিজাইনের সাথে আসে। পারফরম্যান্সের জন্য টিভিতে দেওয়া হয়েছে 64-বিট শক্তিশালী প্রসেসর। OnePlus TV 40Y1 টিভিতে 1GB RAM এবং 8GB স্টোরেজ রয়েছে।

OnePlus TV 40Y1-এ দেওয়া হয়েছে 20W এর দুটি অসাধারণ স্পিকার্স। কানেক্টিভিটির জন্য এই Smart TV-তে থাকছে 2 HDMI, 2 USB পোর্ট। এটি টিভি-তে আপনি Netflix থেকে শুরু করে YouTube, Disney + Hotstar, Amazon Prime Video সমস্ত OTT অ্যাপ সপোর্ট পাবেন। ইউজাররা চাইলে Google Play Store থেকে অন্যান্য Android App ডাউনলোড করতে পারবেন। Google Assistant এবং Alexa-র মতো ভয়েস কমান্ডও সাপোর্ট করে এই টিভি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo