OnePlus TV 40Y1 টিভির আজ প্রথম সেল, 11 হাজার টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে এই Android TV
OnePlus TV 40Y1 ভারতে মাত্র 21,999 টাকায় কেনা যাবে
OnePlus TV 40Y1 টিভি-তে বেজ়েল-লেস ডিজাইন, মাল্টিপল পোর্ট, নয়েজ় ক্যান্সেলেশন-সহ একাধিক আকর্ষণীয় ফিচার্স দেওয়া হয়েছে
OnePlus এই নতুন টিভিতে 11,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে
OnePlus TV 40Y1 First Sale: চিনা সংস্থা OnePlus সম্প্রতি টিভি সেগামেন্টে একটি নতুন টেলিভিশন OnePlus TV 40Y1 লঞ্চ করেছিল। এই টিভিটি সংস্থার OnePlus TV Y Series-এর আওতায় লঞ্চ করা হয়েছে। টিভি-তে বেজ়েল-লেস ডিজাইন, মাল্টিপল পোর্ট, নয়েজ় ক্যান্সেলেশন-সহ একাধিক আকর্ষণীয় ফিচার্স দেওয়া হয়েছে। আজ এই টিভির প্রথম সেল আজ দুপুর 12টা থেকে ই-কমার্স ওয়েবসাইট Flipkart-থেকে করা হবে। ভারতে ওয়ানপ্লাস টিভি-র দাম 21,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশিই টিভির প্রথম সেলে একাধিক অফারও দেওয়া হচ্ছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক OnePlus TV 40Y1 -তে কী অফার দেওয়া হচ্ছে।
OnePlus TV 40Y1 দাম এবং অফার্স:
ভারতে OnePlus-এর এই নতুন টিভি মাত্র 21,999 টাকায় কেনা যাবে। এই দামে আপনি 40 ইঞ্চির মডেল পাবেন। সংস্থা এই টিভিতে 11,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। এছাড়া HDFC Bank-এর ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে EMI ট্রান্জাকশনের মাধ্যমে এই টিভি যাঁরা কিনবেন, তাঁরা 10% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এই টিভি OnePlus Online Store থেকেও কেনা য়াবে। আপনি চাইলে EMI-তেও কিনতে পারেন।
OnePlus TV 40Y1 স্পেসিফিকেশনস ও ফিচার্স
OnePlus TV 40Y1-এ দেওয়া হয়েছে 40 ইঞ্চির ফুল HD+ LED স্ক্রিন, যার রেজোলিউশন 1920X1080 পিক্সেলস। TV-র ডিসপ্লের রিফ্রেশ রেট হল 60Hz। এই টিভিটি অ্যান্ড্রয়েডে চলে। এটি Android TV 9 ভিত্তিক Oxygen Play OS-এ কাজ করে। এই টিভিটি বেজেল-লেস ডিজাইনের সাথে আসে। পারফরম্যান্সের জন্য টিভিতে দেওয়া হয়েছে 64-বিট শক্তিশালী প্রসেসর। OnePlus TV 40Y1 টিভিতে 1GB RAM এবং 8GB স্টোরেজ রয়েছে।
OnePlus TV 40Y1-এ দেওয়া হয়েছে 20W এর দুটি অসাধারণ স্পিকার্স। কানেক্টিভিটির জন্য এই Smart TV-তে থাকছে 2 HDMI, 2 USB পোর্ট। এটি টিভি-তে আপনি Netflix থেকে শুরু করে YouTube, Disney + Hotstar, Amazon Prime Video সমস্ত OTT অ্যাপ সপোর্ট পাবেন। ইউজাররা চাইলে Google Play Store থেকে অন্যান্য Android App ডাউনলোড করতে পারবেন। Google Assistant এবং Alexa-র মতো ভয়েস কমান্ডও সাপোর্ট করে এই টিভি।