Nokia আনছে ভারতে ৪৩ ইঞ্চি ডিসপ্লে সহ স্মার্ট টিভি, শাওমি ও রিয়েলমি কে দেবে টেক্কা

Nokia আনছে ভারতে ৪৩ ইঞ্চি ডিসপ্লে সহ স্মার্ট টিভি, শাওমি ও রিয়েলমি কে দেবে টেক্কা
HIGHLIGHTS

Nokia Feature নতুন স্মার্ট টিভিতে ৪৩ ইঞ্চি স্ক্রিন থাকবে

Nokia Smart TV Price ৩১,০০০ টাকার থেকে ৩৪,০০০ টাকার মধ্য়ে হবে

এবার স্মার্টফোন নয়, স্মার্ট টিভি নিয়ে আসছে কথিত স্মার্টফোন নির্মাতা নোকিয়া। খবর অনুসারে, ৪ জুন ভারতের বাজারে এচএমডি গ্লোবাল (HMD Global) নতুন Nokia Smart TV নিয়ে হাজির হচ্ছে। কোম্পানির মতে, নতুন স্মার্টটিভিতে ৪৩ ইঞ্চি স্ক্রিন থাকবে। নতুন টিভি কে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এর মাধ্য়মে বিক্রি করা হবে। 

নোকিয়া গত বছর ডিসেম্বরে ৫৫ ইঞ্চি ডিস্পলে সহ স্মার্টটিভি লঞ্চ করেছিল। তাই কোম্পানি নতুর ৪৩ ইঞ্চি টিভিটি একই ধরনের হবে। Nokia-র এই টিভিটি মার্চ মাসে লঞ্চ করার কথা ছিল কিন্তু লকডাউনের কারনে তা পিছিয়ে পড়ে।

Nokia Smart TV অনুমানিত দাম

নোকিয়া তার নতুন ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি ভারতে ৩১,০০০ টাকার থেকে ৩৪,০০০ টাকার মধ্য়ে আনতে পারে। ফ্লিপকার্টে এই স্মার্ট টিভির বিক্রি করতে পারে Nokia।

Nokia Smart TV 43 ইঞ্চির ফিচার

নতুন নোকিয়া স্মার্ট টিভি JBL Audio ও Dolby Vision সহ ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। যেহেতু টিভিটি 55 ইঞ্চি মডেলের মতো একই লাইন আপে থাকবে, তাই ডিজাইনের ভাষাও একই রকম হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই টিভিটি অ্যান্ড্রয়েড 9.0 অপারেটিং সিস্টেমে চলবে। এই টিভিটি তে ৪৩ ইঞ্চি এফএচডি ডিসপ্লে থাকবে। যেমন নোকিয়া কোম্পানি ৫৫-ইঞ্চি মডেলে 4K ডিসপ্লে ব্য়বহার করা হয়েছিল। 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo