খুব তাড়াতাড়ি ভারতে আসবে MOTOROLA র 75 ইঞ্চির 4K LED স্মার্ট টিভি
ভারতে মোটোরোলা তাদ্র স্মার্ট টিভি লঞ্চ করবে
এই 4K স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশানের দাম 1,19,999 টাকা হতে পারে
মোটোরোলা তাদের স্মার্ট টিভি সেগমেন্ট শুরু করেছে। এর মধ্যে 32 ইঞ্চি থেকে 65 ইঞ্চির টিভি গত মাসে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি সেই টিভির প্রাথমিক দাম রেখেছিল 13,999 টাকা। আর এবার তাদের নতুন Motorola 75-inch 4K LED Smart টিভিও তাড়াতাড়ি ভারতে আসবে। আপকামিং মোটোরোলা টভ গেমপ্যাডের সঙ্গে গেমিংয়ের জন্য লঞ্চ করা হবে। আর 75 ইঞ্চির মোটোরোলা টিভি এবার ফ্লিপকার্টে দাম আর স্পেক্সের সঙ্গে দেখা গেছে।
ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে মোটোরোলার এই লেটেস্ট TV (75SAUHDM) 75-inch 4K IPS প্যানেলের সঙ্গে 3840 x 2160 পিক্সালে আসবে। আর এর সঙ্গে এটি ডল্বি ভিশান + HDR 10 , 450 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে,। আর এতে আপনারা 178 ডিগ্রির ভিউ অ্যানবগেল, আর 60Hz য়ের রেইফ্রেশ রেট পাবেন। এই টিভিটি 1GHz CA53 Quad-Core CPU, Mali450 Quad-Core GPU 2.25GB র্যামের সঙ্গে আসবে। আর এতে 16GB র ইন্টারনাল স্টোরেজ থাকবে।
এই টিভিতে অডিওর জন্য বটম ফায়ারিং স্পিকার আউটপুট 30W আছে। আর এর সঙ্গে এতে Dolby Audio, DTS TruSurround আর সাউন্ড মোড tandard, Music, Sport, আর মুভি আছে। আর কানেক্টিভিটির জন্য এতে আপনারা পাবেন 3 x HDMI ports, 2 x USB ports, 1 x RF Connectivity Input, 1 x Digital Audio Output।
Motorola 75-inch 4K Smart Android TV অ্যান্ড্রয়েড 9 পাই যুক্ত হবে। আর এর সঙ্গে এটি অ্যামাজন প্রাইম, নেট ফ্লিক্স, ইউটিউব, হটস্টার আর গুগল সুট অ্যাপ সাপোর্ট করবে। আর এই টিভি বিল্ট ইন ক্রোমকাস্ট ফিচারের সঙ্গে আসবে। আর এই টিভিটি 1,19,999 টাকায় ফ্লিপকার্টে আনা হবে।