17,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ হল MI TV

17,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ হল MI TV
HIGHLIGHTS

Mi TV 4X 65 য়ের দাম 54,999 টাকা

শাওমি আজকে ভারতে তাদের মোট চারটি টিভি লঞ্চ করেছে আর এর মধ্যে তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস Mi Tv 4x 65 আছে। আর এই ফ্ল্যাগশিপ টিভিটের দাম 54,999 টাকা রাখা হয়েছে। আর এই টিভিতে আপনারা 65 ইঞ্চির 4K HDR 10 বিট পাবেন। আর এটি HDR 10 সাপোর্ট করে। আর এর ডিজাইন প্রিমিয়াম, আল্ট্রা স্লিম আর বেজেলস ডিজাইনের সঙ্গে দেখা গেছে।

মি টিভি 4X 65 য়ের স্পেসিফিকেশান

এই টিভিটি আল্ট্রা ব্রাইট ডিসপ্লের সঙ্গে আসবে আর এটি পিকচার কোয়ালিটি ভাল করার জন্য বিবিড পিকচার ইঞ্জিনের সঙ্গে আসবে। আর নতুন Mi TV 4X য়ে 20W ডল্বি স্পিকার্স আছে আর এর সঙ্গে Dts HD সাপোর্ট আছে।

এই নতুন  Mi TV 4x প্যাচওয়াল 2.0 র সঙ্গে অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে এসেছে আর কোম্পানি নো কন্টেন্ট পার্টনার্স লিস্টে দুটি নতুন আর বড় নেটফ্লিক্স আর প্রাইম ভিডিও দেওয়া হয়েছে। আর অ্যান্ড্রয়েড 9.0 পাই নির্ভর এই টিভি ইউটিউব, ব্লিট ইন ক্রোমকাস্ট আর প্লে স্টোর যুক্ত হবে।

 Mi TV 4x 65য়ে তিনটি HDMI আর তিনটি USB পোর্ট আছে। আর এই টিভি কোয়াড কোর কোর্টেক্স A-55 প্রসেসার যুক্ত আর এতে ব্লুটুথ 5.0 আছে। আর শাওমি এই নতুন টিভিতে ডাটা সেভার ফিচারও আছে আর এর মাধ্যমে গ্রাহকরা তাদের ডাটা তিন গুনের বেশি ভিডিও দেখতে পারবেন, আর এর সঙ্গে কাস্ট টু টিভি ফিচারও এতে দেওয়া হয়েছে।

Mi Tv 4x আর 50

শাওমি তাদের TV 4X 43 আর Mi TV 4X 50 ইঞ্চির মডেলের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর দুটি টিভি 4K UHD স্ক্রিনের সঙ্গে এসেছে যা 20W স্পিকার্সের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এর সঙ্গে Mi TV 4A 40 ইঞ্চির ভেরিয়েন্ট আসতে পারে যা ফুল HD ডিসপ্লে আর 20W স্পিকারের সঙ্গে এসেছে।

Mi Tv 4X য়ের দাম

Mi TV 4x 65  য়ের প্রথম সেল 29 সেপ্টেম্বর মি ডট কম আর ফ্লিপকার্টে হবে আর এর দাম 54,999 টাকা রাখা হেয়ছে। Mi TV 4X 50ইঞ্চি মডেলের দাম 29,999 টাকা রাখা হয়েছে। আর এর সেল 29 সেপ্টেম্বর মি ডট কম আর অ্যামাজনে হবে। আর এর সঙ্গে Mi TV 4X 43 ইঞ্চি মডেল আর Mi TV 4A 40 র দাম যথাক্রমে 24,999 টাকা আর 17,999 টাকা রাখা হেয়ছে। আর এই দুটি টিভিই 29 সেপ্টেম্বর ফ্লিপকার্ট আর মি ডট কমে কেনা যাবে। আর শাওমির মি সাউন্ডবার ব্ল্যাক ভার্সানে ভারতে লঞ্চ করা হয়েছে এর দাম 4,999 টাকা রাখা হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo