Mi 4X Pro থেকে শুরু করে দারুন সব টিভি ফ্লিপকার্ট থেকে কিনুন

Updated on 15-Feb-2019
HIGHLIGHTS

আজকে এই তালিকায় Mi LED smart TV 4 X Pro র সঙ্গে সঙ্গে LG সহ আরও বেশ কিছু দারুন টিভি আছে

আপনারা যদি একটি ভাল টিভি কিনতে চান আর চান যে বাড়িতে বসেই পাবেন ভাল থিয়েটারের অভিজ্ঞতা তবে আজকের এই দারুন ফ্লিপকার্ট ডিলটি আপনাদের জন্যই এসেছে। আজকে ফ্লিপকার্টে আপনারা যে সব টিভি কিনতে পারবেন সেই তালিকায় Mi LED smart TV 4 X Pro র সঙ্গে সঙ্গে LG সহ আরও বেশ কিছু দারুন টিভি আছে। আসুন তবে দেখা যাক যে আজকে কোন কোন দারুন টিভিতে কেমন ডিস্কাউন্ট দিচ্ছে ফ্লিপকার্ট।

Mi LED Smart TV 4X Pro

আজকে এই দারুন Mi LED স্মার্টটিভিটি আপনারা এখানে মাত্র 39,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 49,999 টাকা বলা হয়েছে। আর এটি একটি 55 ইঞ্চির টেলিভিশান। এটি আপনারা প্রতি মাসে 6,667 টাকার নো কস্ট EMI তে কিনতে পারবেন। এটি 20 w স্পিকার সাপোর্ট করে। এখান থেকে কিনুন।

Samsung 80cm

স্যামসাংয়ের এই স্মার্টটিভিটি আপনারা আজকে ফ্লিপকার্ট থেকে মাত্র 17,290 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 23,900 টাকা বলা হয়েছে। এটি একটি HD রেডি টেলিভিশান। আর এটি একটি 32 ইঞ্চির টেলিভিশান। এখান থেকে কিনুন।

Vu Full HD LED TV

আজকে এই 40 ইঞ্চির ফুল HD LED টিভিটি আপনারা এখান থেকে মাত্র 15,499 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 24,000 টাকা বলা হয়েছে। এটি আপনারা প্রতিমাসে 2,584 টাকার নো কস্ট EMI তে কিনতে পারবেন। এটি 16W স্পিকার যুক্ত আর এতে 1টি USB পোর্টের সাপোর্ট আছে। এখান থেকে কিনুন।

Micromax 81cm

আজকে এই মাইক্রোম্যাক্সের 32 ইঞ্চির এই টিভিটি আজকে আপনারা 12,399 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 23,999 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা প্রতি মাসে 2,067 টাকায় নো কস্ট EMI তে কিনতে পারবেন। এটি 20W স্পিকার সাপোর্ট করে আর এটি একটি 1366×768পিক্সা রেজিলিউশানের এই টিভিটি HD রেডি পিকচার কোয়ালিটি দেয়। এখান থেকে কিনুন।

iFFALCON by TCL F2

এই 40 ইঞ্চির টিভিটি আপনারা আজকে 15,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 23,990 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা প্রতি মাসে 2,667 টাকার নো কস্ট EMI তে কিনতে পারবেন। এটি একটি 16W স্পিকার সাপোর্টের টিভি আর এটি 2টি USB পোর্ট সাপোর্ট করে। এখান থেকে কিনুন।

LG Smart 80cm

এই LG টিভিটি আপনারা আজকে 19,999 টাকায় কিনতে পারবেন, আর সাইটে এর আসল দাম 26,990 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা প্রতিমাসে 1,667 টাকার নো কস্ট EMI তে কিনতে পারবেন। এটি 20 W স্পিকার যুক্ত। আর এটি আপনাদের HD রেডি পিকচার কোয়ালিটি দেবে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন হতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Connect On :