স্মার্ট টিভিতে বিভিন্ন ডাউনলোডের মাধ্যে ভাইরাস যাওয়ার সম্ভাবনা থাকে
স্মার্টটিভি নিয়মিত স্ক্যান করার উচিৎ
এই সময়ে প্রায় সমস্ত ডিভাইসেই ইন্টারনেট কানেকশান থাকে, আর সেই সব কিছুই ম্যালওয়্যার ভাইরসারে মাধ্যমে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আর এই তালিকা থেকে স্মার্ট টিভিও বাদ যাবে না। স্যামসাং US য়ের একটি সাম্প্রতিক টুইট অনুসারে কোম্পানি গ্রাহকদের কম্পিউটারের মতনই তাদের স্মার্ট টিভি নিয়মিত স্ক্যান করতে বলেছে।
সেই টুইটে বলা হয়েছে যে , “ আপনাদের কম্পিউটার ম্যালওয়্যারের অ্যাটকা থেকে বাঁচাতে স্ক্যান করার দরকার। আর এর সঙ্গে আপনাদের এও বলছি যে আপনারা আপনাদের QLED TV যা ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্টেড তাও সফটোয়্যার অ্যাটাকের হাত থেকে বাঁচাতে টিভি ভাইরাস আছে কিনা আর তা জানার জন্য কয়েক সপ্তাহ পরে ই টিভি স্ক্যান করুন”।
আপনারা যদি আপনাদের স্মার্ট টিভি ম্যালওয়্যারের হাত থেকে বাঁচাতে চান তবে এখানে সেই বিষয়ে আমরা আপনাদের ,কিছু কথা বলব যা আপনাদের জানা দরকার”।
প্রথমে জানা দরকার টিভি কোন কারনে এফেক্টেড হয়
এর প্রধান কারন ডাউনলোড
আর এর সঙ্গে আরও একটি কারন হল স্মার্টটিভিতে অনেকেই পেন ড্রাইভ প্লাগ করেন যাতে তারা আরও অনেক বেশি কন্টেন্ট দেখতে পান, আর এর মাধ্যমে ভাইরাস ডিরেক্টলি টিভিতে যায়।
স্যামসাং স্মার্টটিভি স্ক্যানের জন্য কিছু উপায়
নিজের স্যামসাং স্মার্টটিভির সেটিংস অপশানে জান।
এবার এখানে জেনারেল অপশানটি সিলেক্ট করুন আর সেখানের সিস্টেম ম্যানেজারে জান।
আর এবার এখানে স্মার্ট সিকিউরিটি সেক্সাহে গিয়ে স্ক্যান বাটনে প্রেস করুন আর একটি ভাইরাস স্ক্যানার বিল্ট করুন।
গুগলের অ্যান্ড্রয়েড টিভি স্ক্যান করার উপায়
বেশির ভাগ ব্র্যান্ডই গুগলের অফিসিয়াল অ্যান্ড্রয়েড টিভি অপারেটিংইয়ে চলে। যা অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট করে।
যে কোন ভাল অ্যান্টিভাইরাস ডাউনলোড করুন।
এটি থাম ড্রাইভের মাধ্যমে টিভিতে ইন্সটল করুন।
এবার এটি ইন্সটল হলে ঐ অ্যাপটি এখানে রান করুন আর স্ক্যান বটন প্রেস করে প্রসেস সম্পূর্ণ হতে দিন।
এই অ্যাপ গুলি মোবাইল প্ল্যাটফর্মে চলে আর এর জন্যা আপনাদের মাউস আর কিবোর্ড ব্যাবহার করতে হবে।