অ্যামাজনের সেল শেষ হওয়ার আগে কিনুন এই Smart TV, থাকছে 23,001 টাকা পর্যন্ত ছাড়

Updated on 12-Oct-2021
HIGHLIGHTS

স্মার্ট টিভির ওপর অ্যামাজন দিচ্ছে দারুণ অফার

অ্যান্ড্রয়েড টিভির ওপর মিলছে 23,001 টাকা পর্যন্ত ছাড়

দেওয়া হচ্ছে 10,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার

Amazon-এ চলছে এখনো পর্যন্ত দুর্দান্ত অফার এবং ডিসকাউন্ট। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চালু রয়েছে এখনও। গ্যাজেট এবং হোম-অ্যাপ্লাইয়েন্সের ওপর পাওয়া যাচ্ছে দারুণ অফার।

অ্যামাজন আজ দিচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির ওপর দারুণ অফার। সেলে পাওয়া যাচ্ছে 23,001 টাকা পর্যন্ত ছাড়। এছাড়া রয়েছে 10,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। দেখে নিন আজকের সেরা ডিল-

Kodak 108  (43 inches) 4K Ultra HD Certified Android LED Tv 43UHDX7XPRO ( Black) (2020 Model)

এই অ্যান্ড্রয়েড টিভি এখন কেনা যাবে 23,999 টাকায়। সেলে দেওয়া হচ্ছে 5,000 টাকার। লিস্টিংয়ে দাম রয়েছে 28,999 টাকা। এই স্মার্ট টিভির ইএমআই শুরু হচ্ছে 1,130 টাকা থেকে। রয়েছে 9,599 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এছাড়া RuPay, RBL, সিটি ব্যাঙ্ক এবং আমেরিকান ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কিনলে বা ইএমআই শোধ করলে পাওয়া যাচ্ছে 10% ছাড়। এছাড়া এই টিভির ওপর রয়েছে 1,000 টাকার কুপনের সুবিধা।

এই 43 ইঞ্চির অ্যান্ড্রয়েড টিভিতে রয়েছে ওয়াইফাই কানেক্টিভিটির ফিচার। আসবে 4K রেজোলিউশনের এলইডি ডিসপ্লের সঙ্গে। সাপোর্ট করবে বেশিরভাগ ওটিটি প্ল্যাটফর্ম। অ্যামাজন থেকে কিনুন।

Mi 108cm (43 inches) 4K Ultra HD Android Smart LED TV 4XI L43M4-4AIN (Black)

এই স্মার্ট টিভি কেনা যাচ্ছে 27,999 টাকায়। সেলে দেওয়া হচ্ছে 2,000 টাকার ছাড়। পাওয়া যাচ্ছে 2,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ইএমআই শুরু হচ্ছে 1,318 টাকা থেকে। এছাড়া RuPay, RBL, সিটি ব্যাঙ্ক এবং আমেরিকান ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কিনলে বা ইএমআই শোধ করলে পাওয়া যাচ্ছে 10% ছাড়। এই টিভিতে পাওয়া যাচ্ছে ফ্রি ডেলিভারির সুবিধা। এছাড়া রয়েছে অ্যামাজন পে ক্যাশব্যাকের সুযোগও।

এই 43 ইঞ্চির স্মার্ট টিভিতে রয়েছে 4K রেজোলিউশন সাপোর্ট। এতে কানেক্টিভিটির জন্য মিলবে ইউএসবি, ওয়াইফাই, ইথারনেট। আসবে ডলবি অডিও প্লাস  ডিটিএস এইচডি আউটপুটের সঙ্গে। অ্যামাজন থেকে কিনুন।

OnePlus 108 Cm (43 inches) Y Series Full HD LED Smart TV Android TV 43Y1 (Black) (2020 Model)

এই টিভি কেনা যাবে 25,999 টাকায়। আসল দাম রয়েছে 29,999 টাকা। সেলে দেওয়া হচ্ছে 4,000 টাকার ছাড়। রয়েছে 10,399 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ইএমআই শুরু হচ্ছে 1,224 টাকা থেকে। RuPay, RBL, সিটি ব্যাঙ্ক এবং আমেরিকান ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কিনলে বা ইএমআই শোধ করলে পাওয়া যাচ্ছে 10% ছাড়।

এই 43 ইঞ্চির টিভিতে রয়েছে 1080p রেজোলিউশন সাপোর্ট। আসবে ডলবি অডিও ফিচার সমেত। এতে রয়েছে ওয়াইফাই কানেক্টিভিটি ফিচার। স্ক্রিনের রিফ্রেশ রেট 60Hz । অ্যামাজন থেকে কিনুন।

AmazonBasics 108cm (43 inch) 4K Ultra HD Smart LED Fire TV AB43U20PS(Black)

অ্যামাজনে এই টিভি কেনা যাচ্ছে 26,999 টাকায়। সেলে দেওয়া হচ্ছে 23,001 টাকার ছাড়। আসল দাম রয়েছে 50,000 টাকা। ইএমআই শুরু হচ্ছে 1,271 টাকা থেকে। পাওয়া যাচ্ছে 2,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। RuPay, RBL, সিটি ব্যাঙ্ক এবং আমেরিকান ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কিনলে বা ইএমআই শোধ করলে পাওয়া যাচ্ছে 10% ছাড়।

এই 43 ইঞ্চির  ফায়ার টিভি আসবে 4K আলট্রা এইচডি অডিওর সঙ্গে। স্ক্রিনের রিফ্রেশ রেট রয়েছে 60Hz। সঙ্গে রয়েছে 20W স্পিকার বা ডলবি অ্যাটমোস সাউন্ড কোয়ালিটি। অ্যামাজন থেকে কিনুন।

TCL 108 cm (43 inches) 4K Ultra HD Certified Android Smart LED TV 43P615 (Black) (2020 Model) I with Dolby Audio

এই স্মার্টটিভি কেনা যাচ্ছে 29,990 টাকায়। দেওয়া হচ্ছে 22,000 টাকার ছাড়। আসল দাম রয়েছে 51,990 টাকা। ইএমআই শুরু 1,412 টাকা থেকে। পাওয়া যাচ্ছে 11,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। RuPay, RBL, সিটি ব্যাঙ্ক এবং আমেরিকান ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কিনলে বা ইএমআই শোধ করলে পাওয়া যাচ্ছে 10% ছাড়।

এই টিভিতে রয়েছে ডডলবি অডিও পাওয়ার স্পিকারের ফিচার। মিলবে সারাউন্ড ভার্চুয়ালাইজারের ফিচার। মিলবে 24W আউটপুট। পাওয়া যাবে 4K রেজোলিউশনের ডিসপ্লে সমেত। অ্যামাজন থেকে কিনুন।

 

 

 

 

 

 

Connect On :