8 হাজার টাকার মধ্যে ফ্লিপকার্টের টিভি ডিল

Updated on 13-Aug-2019
HIGHLIGHTS

11-15 আগস্ট ফ্লিপকার্টে টিভি আর অ্যাপ্লায়েন্সের ওপর 75% ছাড় পাওয়া যাচ্ছে

ICICI য়ের কার্ডের ব্যাবহারে আছে 10% ইন্সট্যান্ট ছাড়

ফ্লিপকার্টের ফ্রিডম সেল শেষ হলেও কোম্পানির সেলের ধামাকা শেষ হয়েও সম্পূর্ণ ভাবে শেষ হয়নি। আর তাই এখান 11 থেকে 15 আগস্ট ফ্লিপকার্টে টিভি আর অ্যাপ্লায়েন্সের ওপরে 75% পর্যন্ত ডিস্কাউন্ট দিচ্ছে। আর এই সেলে এর সঙ্গে ICICI য়ের কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে আছে ইন্সট্যান্ট 10% ছারের সুযোগ।

আর এর মধ্যে থেকে আমরা এখানে আপনাদের জন্য কিছু সেরা টিভির ডিল নিয়ে এসেছি। এই সব টিভি গুলি এই সময়ে আপনারা 8 হাজার টাকার মধ্যে কিনতে পারবেন।

Blaupunkt 80cm

আপনারা আজকে এই টেলিভিশানটি এখানে মাত্র 7,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 18,000 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা 30 W স্পিকারের সঙ্গে আর 2টি HDMI পোর্টের সঙ্গে পাবেন। এখান থেকে কিনুন।

Billion 80cm

আপনাআ এই 32 ইঞ্চির টেলিভিশানটি এখানে মাত্র 7,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 19,999 টাকা বলা হয়েছে। আর এই টেলিভিশানে আপনারা 16 W স্পিকার পাবেন আর এটি নো কস্ট EMI তেও কেনা যাবে। এখান থেকে কিনুন।

Yu By Micromax HD 81cm

মাইক্রোম্যাক্সের ইউ সাবব্র্যান্ডের এই টেলিভিশানটি আপনারা আজকে এখানে মাত্র 7,999 টাকায় কিনতে পারবেন। আর এটি আসল দাম 19,999 টাকা বলা হয়েছে। এটি 24W স্পিকারের সাপোর্ট যুক্ত। এখান থেকে কিনুন।

Noble Skiodo R-32 80cm

আপনারা এই টেলিভিশানটি এখানে মাত্র 7,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 14,999 টাকা বলা হয়েছে। এটি আপনারা নো কস্ট EMI তেও কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Kodak X900 80cm

এই কোটাকের টেলিভিশানটি এখানে আপনারা মাত্র 7,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 16,990 টাকা বলা হয়েছে। আর এটি এক বছরের কোটাক ওয়ারেন্টির সঙ্গে পাওয়া যাবে। এটি 20W স্পিকার যুক্ত। এখান থেকে কিনুন।

Thomson R9 80cm

আপনারা এই থমসনের টেলিভিশানটি এখানে মাত্র 8,499 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 14,990 টাকা বলা হেয়ছে। এটি আপনারা 20W স্পিকার আর 60 Hz রিফ্রেস রেটের সঙ্গে পাবেন। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Connect On :