অ্যামাজনে যেমন শুরু হয়েছে তাদের ফ্রিডম সেল তেমনি ফ্লিপকার্টও নিয়ে এসেছে তাদের ‘ন্যাশানাল শপিং ডেজ’। আর এই সেলে কোম্পানি দারুন সব অফার দিচ্ছে। তবে অ্যামাজনের মতনই ফ্লিপকার্টও তাদের প্লাস মেম্বারদের আগে সুযোগ দিচ্ছে। আজ রাত 8টা থেকে রাত 12 টা মানে ঘন্টা চারেকের জন্য এই সেলের সুযোগ শুধুই ফ্লিপকার্ট প্লাস মেম্বারদের জন্য এসেছে। আর সেই সঙ্গে এই সেল রাত 12টার পরে মানে 8 আগস্ট থেকে সবার জন্য ওপেন হচ্ছে।
এই সেল শেষ হবে আগামী 10 তারিখ। আর এই সময়ে আপনারা আপনাদের দরকারের আর পছন্দের সব জিনিস এখান থেকে সহজেই নিজের করতে পারবেন।
এখানে এখনআমরা আপনাদের কিছু টেলিভিশানের বিষয়ে বলব আর সেই ডিলের প্রথমেই নাম নেব VU ব্র্যান্ডের। এই ব্র্যান্ডের টেলিভিশান আপনারা এখানে 10,499 টাকার প্রাথমিক দামে কিনতে পারবনে।
এখানে আপনারা যদি এই কোম্পানির VU Ultra 32 ইঞ্চির টেলিভিশানটি কিনতে চান তবে তা মাত্র 11,499 টাকায় নিজের করতে পারবেন। আবার এই ব্র্যান্ডের VU Premium অ্যান্ড্রয়েড টেলিভিশানটি আপনারা এখানে 36,999 টাকায় কিনতে পারবেন। VU ful HD LED স্মার্টটিভি যা 43 ইঞ্চির তা আপনারা এখানে 23,190 টাকায় কিনতে পারবেন। আর এছাড়া এই ব্র্যান্ডের একাধিক টেলিভিশান আপনারা এখান থেকে সহজে নিজের করতে পারবনে।
আবার আপনারা যদি এখান থেকে থমসনের টেলিভিশান কিনতে চান তবে আপনারা তা এখানে 7,499 টাকার প্রাথমিক দামে কিনতে পারবেন।
আর Thomson B9 Pro টেলিভিশানটি আপনারা 10,999 টাকায় এই সময়ে নিজের করতে পারবেন। আবার Thomson R9 টেলিভিশানটি এখানে 8,999 টাকায় নিজের করা যাবে। আর এর সঙ্গে আপনারা যদি Thomson UD9 Ultra HD LED স্মার্ট টিভিটি কিনতে চান তবে তা এখানে 22,999টাকায় নিজের করতে পারবেন।
এখানে iFFALCON ব্র্যান্ডের স্মার্ট টিভি 9,999 টাকার প্রাথমিক দামে কেনা যাবে।
আর এই ব্র্যান্ডের টেলিভিশান এর সঙ্গে আপনারা এখানে যেমন 11,999 টাকায় কিনতে পারবেন। তেমনি আপনারা এখানে 18,999 টাকার 40 ইঞ্চির টেলিভিশানও নিজের করতে পারবেন। আর 55 ইঞ্চির 38,999 টাকার টেলিভিশানও আপনার হতে পারে।
আবার আপনারা MarQ ব্র্যান্ডের টেলিভিশান এখানে 11,999 টাকার সঙ্গে 19,999 টাকাতেও পাবেন আর এর সঙ্গে থাকবে এদের এক বিশাল রেঞ্জের কালেকশানও।
স্যামসাংয়ের টেলিভিশান এখানে আপনারা পাবেন আর তার স্টার্টিং রেঞ্জ হচ্ছে মাত্র 10,999 টাকা।
স্যামসাংয়ের 7 ইন 1 32 ইঞ্চির টেলিভিশান এই ডিলে 17,999 টাকায় কেনা যাবে। আর সঙ্গে আছে 19,999 টাকার টেলিভিশানও। আবার 59,999 টাকার 50 ইঞ্চির আল্ট্রা HD টেলিভিশানও কেনা যাবে। এর সঙ্গে আছে কোম্পানির বিশাল রেঞ্জের টেলিভিশান।
Blaupnkt LED টিভির ডিল এখানে আজকে মাত্র 7,499 টাকা থেকে শুরু হচ্ছে।
আর এই ব্র্যান্ডের টেলিভিশান 32 ইঞ্চিতে 8,499 টাকায় যেমন পাবেন তেমনি, 43 ইঞ্চির 15,999 টাকার টেলিভিশানও আছে। আবার কোম্পানির 50 ইঞ্চির 28,999টাকার টেলিভিশানের সঙ্গে আরও অনেক টেলিভিশানই এই তালিকায় আছে।