ফ্লিপকার্টে 30 দিনের এক্সচেঞ্জ অফারে মি টিভির বিশ্বকাপ স্পেশাল অফার

ফ্লিপকার্টে 30 দিনের এক্সচেঞ্জ অফারে মি টিভির বিশ্বকাপ স্পেশাল অফার
HIGHLIGHTS

এই অফার আজ থেকে শুরু হচ্ছে

আগামী কাল মানে 31 মে পর্যন্ত চলবে

ফ্লিপকার্ট আর মি টিভির বিশ্বকাপ অফার

ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা চারিদকে আর সারা দেশের এই উন্মাদনায় উৎসব পাগল আর খেলা পাগল বাঙালিরা যে আরও বেশি উৎসাহী হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই। আর এই ক্রিকেট উন্মাদনায় আরও বেশি উতসাহ দিতেই যেন স্পেশাল এক অফার নিয়ে এল ফ্লিপকার্ট

আসলে ফ্লিপকার্ট আজ থেকে শুরু হতে চলা ক্রিকেট বিশ্বকাপের সুযোগে আজ আর আগামী কাল মানে 30 -31 মে স্পেশাল মি টিভির অফার নিয়ে এসেছে।

এই অফারে 30 দিনের এক্সচেঞ্জ অফারও আছে। মানে যদি কোন কারনে এখান থেকে কেনা টিভিতে কোন রকমের সমস্যা হয় তবে তা 30 দিনের এক্সচেঞ্জ অফারে কেনা যাবে। মানে কোন সমস্যা হলে আপনারা এই টিভি এই সময়ের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন।

এই তালিকায় মির একাধিক টিভি নিজের জায়গা করে নিয়েছে। এখানে আপনারা MI LED Smart 4A Pro টিভিটি মাত্র 21,999 টাকায় কিনতে পারবেন। আর এর সঙ্গে এতে আপনারা 1000 টাকা পর্যন্ত ট্র্যাঞ্জাকশানও পেতেপারবেন। এই অ্যান্ড্রয়েড টিভিটি ছাড়াও এই স্পেশাল মি আর ফ্লিপকার্টের বিশ্ব কাপ 2019 অফারে আপনারা আরও বেশ কিছু মি টিভি কিনতে পারবেন।

আপনারা এখানে Mi 4A Pro HD অ্যান্ড্রয়েড টিভিটি অ্যান্ড্রয়েড প্যাচওয়ালের সঙ্গে মাত্র 12,999 টাকায় কিনতে পারবেন। আর Mi 4A Pro FHD টেলিভিশানটি মাত্র 29,999 টাকায় কিনতে পারবেন। MI 4X Pro টিভিটি এই সময়ে মাত্র 39,999 টাকায় কিনতে পারবেন। আর Mi 4 Pro (55) 4K টিভিটি 47,999 টাকায় আর MI 4A(32) HD স্মার্টটিভিটি আপনারা মাত্র 12,499 টাকায় কিনতে পারবেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo