Flipkart Smart TV Deal: স্মার্টফোনের দামে কিনে ফেলুন Smart TV, ফ্লিপকার্ট দিচ্ছে দারুন অফার
Flipkart offer 2020-র এইটা সেরা অফার
Kodak-এর এই 40 ইঞ্চির ফুল এইচডি টিভিটি ফ্লিপকার্টে 15,499 টাকায় কিনতে পারবেন
TCL-এর এই টিভি 16,999 টাকায় কেনার সুযোগ পাবেন।
Flipkart তাদের গ্রাহকদের জন্য় বরাবরই কিছু না কিছু সেল নিয়ে আসতে থাকে। সেলে আপনি বাজার থেকে অনেক সস্তা দামে টিভি, ফ্রিজ, এসি কেনার সুযোগ পান। তবে আজও আমরা আপনাদের জন্য় কিছু ভাল অফার এবং ডিল নিয়ে এসছি যা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। আজ আমরা TV-র কিছু ভাল ডিল নিয়ে এসেছি। এই প্রোডাক্টগুলি কে আপনি খুব সস্তা দামে কিনতে পারেন এবং এই ডিলে কিছু ব্য়াংক কার্ডের উপরও দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে।
আপনি যদি সম্প্রতি কোনও নতুন টেলিভিশন কেনার কথা ভাবছেন তবে আপনি Flipkart-র এই ডিলগুলির সুবিধা নিতে পারেন। ফ্লিপকার্টে এই টেলিভিশনগুলি আজ খুব সাশ্রয়ী মূল্যের দামে পাওয়া যাচ্ছে, যা আপনি ক্রেডিট কার্ড দিয়ে কিনলে বেশি লাভ পেতে পারেন।
KODAK XPRO 102CM (40 INCH) FULL HD LED SMART TV
Kodak-এর এই 40 ইঞ্চির ফুল এইচডি টিভিটি 31,990 টাকায় ফ্লিপকার্টে লিস্ট করা হয়েছে। তবে ফ্লিপকার্টে 15,499 টাকায় কিনতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি Axis Bank Buzz ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করেন তবে আপনি পেয়ে যাবেন 10% ছাড়।
IFFALCON BY TCL 100.3CM (40 INCH) FULL HD LED SMART TV
TCL-এর এই টিভি 16,999 টাকায় কেনার সুযোগ পাবেন। এছাড়া ব্য়াংক কার্ডেও রয়েছে প্রচুর ছা়ড়। এটি একটি Android TV যা Google Assistent সপোর্ট সহ আসে। এবং টিভিতে রয়েছে ডলবি অডিও ফিচার।
THOMSON B9 PRO 102CM (40 INCH) FULL HD LED SMART TV
আপনি যদি সেরা LED TV খুঁজছেন, তবে আপনি Flipkart থেকে Thomson B9 Pro কিনতে পারেন যা 40 ইঞ্চি স্ক্রিনের সাথে আসে। এই টিভি Netflix, Prime Video, Disney+Hotstar, Youtube ইত্যাদি অ্যাপ্লিকেশনগুলি সপোর্ট করে।
SANSUI 100CM (40 INCH) FULL HD LED SMART TV
Flipkart TV offers'রে আপনি Sansui এর এই টিভিটি একটি নজর দিতে পারেন। 40 ইঞ্চির স্ক্রিন সহ এই ফুল HD LED Smart TVটি মাত্র 17,999 টাকায় আপনার হতে পারে এবং আপনি যদি Axis Bank Buzz ক্রেডিট কার্ড ব্যবহার করেন তবে আপনি 10% ছাড়ও পেতে পারেন।
T-SERIES 102CM (40 INCH) FULL HD LED SMART TV
এই এলইডি স্মার্ট টিভিটি 18,790 টাকায় কেনা যাবে এবং এটি নো কস্ট EMI তে Flipkart-এ পাওয়া যাবে ।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile