স্টেডিয়ামের মজা পান টেলিভিশানে, দারুন সব টেলিভিশান পেটিএমে কেনা যাচ্ছে

স্টেডিয়ামের মজা পান টেলিভিশানে, দারুন সব টেলিভিশান পেটিএমে কেনা যাচ্ছে
HIGHLIGHTS

পেটিএমে বিভিন্ন দামের টেলিভিশান কেনা যাবে

দারুন সব টেলিভিশানের অফার পেটিএমে

শুরু হয়ে গেছে বিশ্বকাপ আর টেলিভিশানে স্টেডিয়ামের আনন্দ পাওয়ার জন্য হয়ত আপনারা একটি নতুন টেলিভিশান কেনার কথা ভাবছেন। আর এই ভাবাভাবির মধ্যেই এসে গেছে দারুন সব টেলিভিশানের ডিল আর এই ডিল পাওয়া যাচ্ছে পেটি এমে। পেটিএমের এই ডিলে আপনারা কম দাম থেকে বেশি দামের টেলিভিশান কিনতে পারবেন।

তবে আর দেরি না করে আসুন দারুন এই সব টেলিভিশানের অফার গুলি দেখে নেওয়া যাক। আর এখান থেকে আপনারা নিজদের পছন্দ মতন টেলিভিশান কিনতে পারবেন।

Panasonic 71.12 cm

আপনারা আজকে এই প্যানাসনিকের টিভিটি এখানে মাত্র 10,666 টাকায় কিনতে পারবেন। আর এর সঙ্গে এও বলে রাখি যে সাইটে এর আসল দাম 20,900 টাকা বলা হয়েছে। এটি একটি 28 ইঞ্চির টেলিভিশান আর এটি HD রেডি টিভি এতে দুটি HDMI পোর্ট আর একটি USB পোর্টের জায়গা আছে। এখান থেকে কিনুন।

Samsung 80 cm

আপনারা আজকে এই HD রেডি টিভিটি এখানে মাত্র 16,444 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 22,500 টাকা বলা হয়েছে। এতে আপনারা একটি USB পোর্ট পাবেন আর এর সঙ্গে এতে দুটি HDMI পোর্ট পাবেন। এখান থেকে কিনুন।

Panasonic 101.5 cm 

আজকে আপনারা এই 40 ইঞ্চির প্যানাসনিকের টেলিভিশানটি এখানে মাত্র 23,666 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 42,900 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung 101.6 cm

আপনারা এই স্যামসাংয়ের টেলিভিশানটি আজকে এখানে মাত্র 27,894 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম এখানে 43,900 টাকা বলা হয়েছে। এটি একটি ফুল HD LED টিভি। এখান থেকে কিনুন।

Panasonic 109 cm 

প্যানাসনিকের এই 43 ইঞ্চির টেলিভিশানটি আজকে আপনারা এখানে মাত্র 33,449 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 62,900 টাকা বলা হয়েছে। আর এই টেলিভিশানে আপনারা 1.35 W স্পিকার পাবেন। এখান থেকে কিনুন।

Samsung 138 cm

এই স্যামসাং টেলিভিশানটি আপনারা এখানে 71,919 টাকায় কিনতে পারবেন আর সাইটে এর আসল দাম 1,04,900 টাকা বলা হয়েছে। আর এই স্যামসাংয়ের টেলিভিশানটি আপনারা ডল্বি অটো ফর্ম্যাট সাপোর্টের সঙ্গে পাবেন। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন দেখা যেতে পারে সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo