দিওয়ালী 2018: 4K টিভির মধ্যে সেরা অ্যাফর্ডেবেল প্রিমিয়াম টিভি যা এই ফেস্টিভ সিজেনে কিনতে পারেন

দিওয়ালী 2018: 4K টিভির মধ্যে সেরা অ্যাফর্ডেবেল প্রিমিয়াম টিভি যা এই ফেস্টিভ সিজেনে কিনতে পারেন
HIGHLIGHTS

আমরা এখনে আপনাদের জন্য কিছু 4K টিভি নিয়ে এসেছি যা আপনারা অনলাইনে নিজের জন্য বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য কিনতে পারবেন, এর মধ্যে বেশিরভাগই অনেক দামের তবে এই দিওয়ালীতে এবার সময়ে এসেছে কিছু সেরা জিনিস নেওয়ার বা উপহার দেওয়ার

এই দিওয়ালীর সেল সঠিক সময়ে একটি টিভি কেনার জন্য। এই স্মেয় টিভি কোম্পানি গুলি দারুন সব ডিস্কাউন্ট, EMI আরও অনেক কিছু অফার করছে। আপনি যদি সেরা টিভিটি নিতে চান তবে এই লিস্টটি আপনাদের জন্য। আমরা এখানে কিছু মিড রেঞ্জের টিভিও রেখেছি আর এগুলি বিভিন্ন সাইজের টিভি। আপনারা আপনাদের পছনের মতন সাইজ আর দামের টিভি এখান থেকে পছন্দ করতে পারবেন।

Sony A9F

আপনারা যদি একটি ক্রিম-ডে-লা-ক্রিম টিভি বিশ্বের সেরা টিভি গুলির মধ্যে থেকে একটি নিতে চান তবে Sony A9F সেরকমই একটি টিভি। আর এই টিভিতে নেটফ্লিক্স সেটিংস থেকে মোড চেঞ্জ করা দেখা যায়। আর যা আপনাকে সেরা কন্টেন্ট দেখাবে। 4K রেজিলিউশানের এই টিভিটি HDR 10 আর ডল্বি ভিশান সাপোর্ট যুক্ত। আর এই টিভিটি সোনির অ্যাকোস্টিক সার্ফেস প্রযুক্তি যুক্ত। আর এর সঙ্গে এটি সেরা সাউন্ডের অভিজ্ঞতা দেয়। এই টিভিটি অ্যান্ড্রয়েড 8 যুক্ত। এই টিভিটির দাম শুরু হয় 3,99,990 টাকা থেকে।

Sony A9F এখান থেকে কিনতে পারেন।

LG B8

আপনি যদি একটি সেরা পার্ফর্মিং OLED TV খুঁজছেন তবে এই LG B8 টিভিটি আপনার বাড়ির জন্য সেরা অপশান। এই টিভিটি 55 ইঞ্চির আর 65ইঞ্চির অপশানে পাওয়া যায়। আর এই টিভিটির দাম শুরু হচ্ছে 2,14,990 টাকা থেকে। এই টিভিটিতে LG র থিঙ্ক Q AI ফিচার আছে। আর এতে আপনারা একটি OLED TV পাবেন ফ্লুইড UI আর স্লিম ডিজাইনের সঙ্গে। এই টিভিটি LG র webOS য়ে চলে। আর যা এই সময়ের স্মার্টটিভির একটি সেরা UI।

LG B8 TV এখান থেকে কিনতে পারেন।

Panasonic OLED FZ950

Panasonic OLED TV একটি ভাল ডিজাইনের আর ইন্টারেস্টিং স্মার্ট ফিচার যুক্ত টিভি। এই 55 ইঞ্চির টিভিটির দাম 2,99,000 টাকা। আর এই টিভিটি HDR 10 র সঙ্গে ডল্বি সাউন্ড সাপোর্ট করে। প্যানাসনিক আগেও বেশ কিছু ভাল স্মার্টটিভি বানিয়েছে আর এই টিভিটি কিনলে আপনি কোন ভুল করবেন না।

TCL 65 X4 QLED TV

আপনার কাছে যদি টিভির সাইজ খুব গুরত্বপূর্ণ  হয় তবে এই 65 ইঞ্চির টিভিটি তেমন ফ্ল্যাগশিপ না হলেও কিনতে পারেন। এই TCL 65 X4 টিভিটি QLED ব্যাকলাইটিঞ্জগ আর স্যামসাংয়ের প্রযুক্তি যুক্ত টিভি। আর এই 65 ইঞ্চির টিভিটির দাম 1,49,990 টাকা, এটি অ্যান্ড্রয়েড আউট অফ দ্যা বক্সে চলে। আর এই টিভিটির নিচে সাউন্ডবার আছে আর যা টিভির অডিও অভিজ্ঞতা আরও ভাল করে।

TCL 65 X4 QLED TV এখান থেকে কিনতে পারেন।

Mi TV 4 Pro 55-inch

আপনি যদি খুব কম বাজেটে 4K HDR য়ের অভিজ্ঞতা চান তবে এই Mi TV 4 Pro আপনি কিনতে পারেন। আর এই টিভিটি অ্যান্ড্রয়েড TV 8 আউট অফ দ্যা বক্স যুক্ত। আর এটি কোম্পানির UI প্যাচওয়াল যুক্ত। আর এটি HDR 10 সাপোর্ট করে আর এটি 10 বিট প্যানেল যুক্ত। আর এই টিভিটির দাম 44,999 টাকা।

Mi TV 4 Pro এখান থেকে কিনতে পারেন।

Samsung Q Series 55Q7FN

আপনি যদি একটি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ টিভি খুজছেন তবে এই Q সিরিজের টিভিটি আপনার জন্য একটি ভাল অপশান। এই টিভিটি 55, আর 65 ইঞ্চির আর 75 ইঞ্চির অপশানে কেনা যাবে। আর এর দাম শুরু হচ্ছে 1,78,500 টাকা থেকে। আর এই টিভিটি QLED টিভি বোস্ট আর 4K রেজিলিউশানের টিভি যা HDR সাপোর্ট করে।

Samsung 55QFN TV এখান থেকে কিনতে পারেন।

Samsung NU7100

আপনি যদি 4k টিভি 50 ইঞ্চি সাইজে কিনতে চান আর সেক্ষেত্রে Samsung NU7100 আপনার জন্য একটি সেরা অপশান। আর এই টিভিটির দাম শুরু হচ্ছে 63,490 টাকা থেকে। এই 4K টিভিটি স্যামসাংয়ের TouchWiz UI যুক্ত। আর এতে 3টি HDMI পোর্ট আর 2টি USB পোর্ট কানেক্টিভিটির জন্য দেওয়া হয়েছে।

Sony X75E

Sony X75E টিভিটি 43ইঞ্চি, 49 ইঞ্চি আর 55 ইঞ্চির অপশানে পাওয়া যায়। আর এই টিভিটি অ্যান্ড্রয়েড বোস্টেস 4K সাপোর্ট করে। আর এর 43ইঞ্চির টেলিভিশানটির দাম 67,990 টাকা আর এটি 4টি HDMI পোর্ট আর 3টি USB পোর্ট কানেক্টিভিটির জন্য পাওয়া যাবে।

Sony X75E এখান থেকে কিনতে পারেন।

iFFALCON 55K2A

iFFALCON 55K2A টিভিটি একটি 55ইঞ্চির 4k টিভি আর এটি অ্যান্ড্রয়েড চলে। এই 55 ইন্রি টিভিটির দাম 43,999টাকা। আর এই টিভিটি 65 ইঞ্চিতেও পাওয়া যায়। এই টিভিটি HDR সাপোর্ট করে। আর কানেক্টিভিটির জন্য এতে 4টি HDMI পোর্ট আর 2টি USB পোর্ট আছে।

iFFALCON এখান থেকে কিনতে পারেন।

LG 43UK6360PTE

এই LG র টিভিটি 43ইঞ্চির, 55ইঞ্চি আর 65 ইঞ্চিতে পাওয়া যায়। আর এই টিভিটু WebOS য়ে চলে। আর এটি 4K আর HDR সাপোর্ট করে। এই 43ইঞ্চির ভেরিয়েন্টটির দাম 48,875 টাকা। আর এটি 3টি HDMI পোর্ট আর 1টি USB পোর্ট যুক্ত।

LG TV টি এখান থেকে কিনতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo