মাত্র 7499 টাকায় ভারতে লঞ্চ হল নতুন 32inch এবং 43inch Smart TV, দুর্দান্ত ফিচার দেখে নিন এক নজরে
Daiwa ভারতে দুটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্ট টিভি Daiwa 32 inch Smart TV এবং Daiwa 43 inch Smart TV লঞ্চ করেছে
দাইওয়া 32-ইঞ্চি এইচডি রেডি টিভি মডেলে নম্বর D32H1COC এর দাম 7499 টাকা রাখা হয়েছে
এতে কোডায় কোর প্রসেসর, একাধিক সাউন্ড মোড, আই-কেয়ার মোড সহ একাধিক ফিচার রয়েছে
Daiwa ভারতে দুটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্ট টিভি Daiwa 32 inch Smart TV এবং Daiwa 43 inch Smart TV লঞ্চ করেছে। নতুন স্মার্ট টিভি স্লিম বেজেলস সহ 32-ইঞ্চি ডিসপ্লে অপশনে আসে। এতে কোডায় কোর প্রসেসর, একাধিক সাউন্ড মোড, আই-কেয়ার মোড সহ একাধিক ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক দাইওয়া 32-ইঞ্চি এবং দাইওয়া 43-ইঞ্চি স্মার্ট টিভিতে কী বিশেষ থাকবে।
Daiwa Smart TV এর দাম কত ভারতে
দাইওয়া 32-ইঞ্চি এইচডি রেডি টিভি মডেলে নম্বর D32H1COC এর দাম 7499 টাকা রাখা হয়েছে। দাইওয়া 43-ইঞ্চি ফুল এইচডি টিভি মডেল নম্বর D43F1COC এর দাম 13,999 টাকা। এই স্মার্ট টিভি বিক্রি হবে Flipkart সাইট থেকে। কোম্পানি এই স্মার্ট টিভির সাথে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে।
নতুন দাইওয়া স্মার্ট টিভিতে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
দাইওয়া এর দুটি স্মার্ট টিভিতে এজ টু এজ ডিজাইন সহ কোনায় থিন বেজেল ডিজাইন দেওয়া। দাইওয়া 32-ইঞ্চি মডেলে 1366×768 পিক্সেল রেজোলিউশন সহ এইচডি রেডি ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে দাইওয়া 43-ইঞ্চি মডেলে 1920×1080 পিক্সেল রেজোলিউশন সহ ফুল এইচডি ডিসপ্লে পাওয়া যাবে। দুটি স্মার্ট টিভি 60Hz রিফ্রেশ রেট এবং 16.7 মিলিয়ান কালর পর্যন্ত সাপোর্ট করে।
এছাড়া এতে আই-কেয়ার মোড এবং 7 পিকচার মোডও রয়েছে। 32-ইঞ্চি এবং 43-ইঞ্চি মডেল স্মার্ট টিভি দুটি বক্স স্পিকার সহ আসে যা 20W অডিও আউটপুট এবং 5 সাউন্ড মোটও সাপোর্ট করে।
দাইওয়া স্মার্ট টিভিতে 512 জিবি RAM এবং 4 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই দুটি টিভি কোয়াড কোর প্রসেসরে কাজ করে। এছাড়া থাকছে স্মার্ট টিভি প্রাইম ভিডিও, সোনি লিভ, জি5 এবং ইউটিউব সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম সাপোর্ট করে।
এই টিভি ফোন এবং ল্যাপটপ সহ অন্যান্য ডিভাইসে কানেক্ট করে স্ট্রিমিংয়ের জন্য মিরাকাস্ট এবং অ্যাপল এয়ারপ্লে সাপোর্ট অফার করে। কানেক্টিভিটি অপশনে এই স্মার্ট টিভিতে একাধিক অপশন পাওয়া যাবে।
আরও পড়ুন: লঞ্চের আগেই Poco M7 Pro 5G এবং Poco C75 5G ফোনের স্পেসিফিকেশন ফাঁস, জেনে নিন কী থাকবে বিশেষ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile