CES 2020: ইভেন্ট শুরুর আগেই LG তাদের 8K TV নিয়ে এসেছে

Updated on 07-Jan-2020
HIGHLIGHTS

LG নিয়ে এসেছে 8K টিভির সিরিজ

দুটি OLED প্যানেলের টিভি

আর অন্য টিভিটি LCD

কিছুদিন আগে স্যামসাং প্রথম 8k TVs নিয়ে এসেছিল আর এবার LG ও 8K টিভির রাজ্যে এসে গেছে। আর CES 2020 র ঠিক আগেই কোম্পানি এই সিরিজ নিয়ে এসেছে। আর এই টিভির মধ্যে দুটি OLED টিভি আর এর মধ্যে একটি 77 ইঞ্চির আর একটি 88 ইঞ্চির প্যানেল সাইজের টেলিভিশান। আর এর সঙ্গে ছোট LCD টিভি যা 65 ইঞ্চি আর 75 ইঞ্চির মডেলের। আর এখন LG এই টিভি গুলির দামও জানায়নি।

স্যামসাং আর LG র মধ্যে 8K TV র এই যুদ্ধ দেখা যাচ্ছে আর LG র রিয়েল 8K এক ভাবে স্যামসাংকে সজাসুজি টক্কর দেবে। আর দুটি কোম্পানি 8K আনার পরিকল্পনা একদম আলাদা।

LG র টিভি 8K র সুবিধা দেয় আর HEVC, VP9আর AV1  কন্টেন্ট সাপোর্ট করে। আর LG টিভি 8K তে 60fps কন্টেন্ট হ্যান্ডেল করার জন্য HDMI ইনপুট যুক্ত। আর এই টিভি নতুন আলফা 9 যেন 3 প্রসেসারের সঙ্গে এসেছে যা ভিডিও 8K আর অডিওকে 5.1 সারাউন্ডার সাউন্ড পর্যন্ত আপস্কেল করে আর এটি আপনাদের ভাল অভিজ্ঞতা দিতে পারে। আর এই টিভি অল্কাস, গুগল অ্যাসিস্টেন্স, HomeKit আর এয়ারপ্লে 2 কিটের সঙ্গে এসেছে।

রিপোর্ট অনুসারে Galaxy Note 10 আর Galaxy S10 Lite কে CES 2020 র সময়ে আনা হবে যা 7 জানুয়ারি 2020 শুরু হবে। আর এর আগে এই ফোন জানুয়ারি মাসে লঞ্চ করার খবর জানা গেছে।

Connect On :