প্যানাসনিকের এই OLED TV HDR 10+ আর HDR কন্টেন্টের জন্য ডলবি ভিশান সাপোর্ট করে আর আপনাদের বলে রাখি জে এটি টিভিটি শুধু 4K সাপোর্ট করে
CES 2019 য়ে প্যানাসনিক তাদের GZ2000 4K OLED টিভি লঞ্চ করার কথা জানিয়েছে। টিভি 55ইঞ্চির আর 65ইঞ্চির স্ক্রিন সাইজে আসবে। প্যানাসনিক বলেছে জে এই টিভি “professional edtion” প্যানেলের ব্যাবহার করা হবে। আর এই প্যানেলে হলিউডের স্টীফেন সোণনফেল্ড টিউন করেছেন। প্যানাসনিক দাবি করেছে যে GZ2000 বিশ্বের প্রথম টিভি হবে যাতে বিল্ট ইন আপ ফায়ারিং স্পিকার যা ডল্বি এটমস অডিও দিতে পারবেন। আর টিভি অডিও সিস্টেমের মধ্যে টেকনিক ইঞ্জিনিয়াররা টিউন করেছেন। আর প্রথমবার আমরা ডল্বি এটমস সাউন্ড টিভি দেখেছি।
GZ2000 য়ের HDR OLED প্যানেল প্যানাসনিকের HCX PRO ইন্টেলিজেন্স প্রসেসারের মাধ্যমে চলে। স্মার্ট UI য়ের বিষয়ে যদি বলি তবে টিভি কোম্পানিরা তাদের হোম স্ক্রিন 4.0 র সঙ্গে দিচ্ছে। আর এর মধ্যে আমরা প্যানাসনিকের এফএক্স 800 ডি স্মিখার করেছি যা 4K LED টিভি।
প্যানাসনিক এর মধ্যে আমাদের যে প্রেস রিজিলি পাঠিয়েছে সেখানে তারা এই টিভির নতুন HDMI 2.1 স্ট্যান্ডার্ড থাকবেকিনা তা জানায়নি। আর টেক রেডার অনুসারে টিভি HDMI 2.1 সাপোর্ট করবেনা।
কোম্পানির তরফে 8K অফারও করা হয়নি। তবে সোণি, স্যামসাং আর LG CES 2019 য়ে তাদের 8K যুক্ত প্রোডাক্ট নিয়ে এসেছে। প্যানাসনিক FX 800 D আমরা দেখেছি আর আমাদের মনে হয় যে এটি প্যানাসনিকের সেরা পিকচার কোয়ালিটি এতেও দেখা যাবে। তবে এমন কিছু টেকনিক আছে যা HDMI 2.1 আর অনেক কিছু এতে নেই আর এবার এমন একটা টিভি কী আপনারা 1,00,000 টাকায় নেবেন। ভারতে এই টিভির দাম বা এটি কবে আসবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।