Amazon-এ চলছে Great Indian Festival 2021 সেল চলছে। স্মার্ট টিভি থেকে স্মার্টফোন সবকিছুতে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ছাড়। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে পাওয়া যাচ্ছে 10% ছাড়। সেইসঙ্গে রয়েছে নো-কস্ট ইএমআই এবং ফ্রি ডেলিভারির সুবিধা। সেলে ব্র্যান্ডেড স্মার্ট টিভির ওপর পাওয়া যাচ্ছে 12,000 টাকা থেকে 31,000 টাকা পর্যন্ত ছাড়। আপনিও যদি নতুন স্মার্ট টিভি কেনার কথা ভেবে থাকেন তবে এক্ষুনি দেখে নিন আজকের সেরা সমস্ত ডিল-
রেডমি ব্র্যান্ডের এই স্মার্ট টিভি বাজেট রেঞ্জে কেনা যায় এমন স্মার্ট টিভির মধ্যে উল্লেখযোগ্য। এই স্মার্ট টিভি আসছে তিনটি আলাদা আলাদা সাইজে। পাওয়া যাচ্ছে 50 ইঞ্চি, 55 ইঞ্চি এবং 65 ইঞ্চির মডেল। এই 4K রেজোলিউশন সমেত এলইডি টিভিতে থাকছে প্যাচওয়াল সিস্টেম। এছাড়া এতে রয়েছে ডলবি ভিসন সাপোর্ট। 50 ইঞ্চি মডেল কেনা যাচ্ছে ছাড় দিয়ে 35,999 টাকায়। এছাড়া এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে পাওয়া যাচ্ছে 10% ছাড়। সেইসঙ্গে মিলবে নো-কস্ট ইএমআই এবং ফ্রি ডেলিভারির সুবিধা। অ্যামাজন থেকে কিনতে পারেন।
এই স্মার্ট ফায়ার টিভি তিনটি সাইজে পাওয়া যায়- 43 ইঞ্চি, 32 ইঞ্চি, 50 ইঞ্চি। সেলে 43 ইঞ্চি মডেল কেনা যাচ্ছে 24,499 টাকায়। 32 ইঞ্চি মডেলের দাম পড়ছে 14,499 টাকা। 50 ইঞ্চি টিভির মডেল কেনা যাচ্ছে 33,999 টাকায়। এই তিনটি সাইজের মডেলের ওপর পাওয়া যাচ্ছে 12,501 টাকা থেকে 25,501 টাকা পর্যন্ত ছাড়। পাওয়া যাবে নো- কস্ট ইএমআই এবং ফ্রি ডেলিভারির সুবিধা। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে পাওয়া যাচ্ছে 10% ছাড়। এই স্মার্ট টিভিগুলিতে মিলবে ডলবি ভিসনের ফিচার। এছাড়া এই স্মার্ট টিভিতে রয়েছে নেটফ্লিক্স, হটস্টার, অ্যামাজন প্রাইমের মতন ইনবিল্ট ওটিটি অ্যাপ। অ্যামাজন থেকে কিনতে পারেন।
সেলে এই স্মার্ট টিভি কেনা যাবে 51,999 টাকায়। এই 55 ইঞ্চি টিভির ওপর দেওয়া হচ্ছে দারুণ ছাড়। টিভির ইএমআই শুরু হচ্ছে 2,448 টাকা থেকে। এই অ্যান্ড্রয়েড টিভিতে রয়েছে ডডলবি ভিসন এবং ডডলবি অ্যাটমোস সাউন্ড কোয়ালিটির সাপোর্ট। এতে রয়েছে Android UI সফটওয়্যার যা দেবে আরও উন্নত মানের পিকচার কোয়ালিটি। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে পাওয়া যাচ্ছে 10% ছাড়। এছাড়া রয়েছে ফ্রি-ডেলিভারির সুবিধা। অ্যামাজন থেকে কিনতে পারেন।
Mi ব্র্যান্ডের এই স্মার্টটিভি পাওয়া যাচ্ছে দুটি সাইজে- 32 ইঞ্চি এবং 43 ইঞ্চি। অ্যামাজনের সেলে 43 ইঞ্চি সাইজের মডেল কেনা যাচ্ছে 25,999 টাকায়। আসল দামের থেকে দেওয়া হচ্ছে 6,000 টাকা কমে। পূরনো টিভির ওপর পাওয়া যাচ্ছে 10,399 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ইএমআই শুরু হচ্ছে 1,224 টাকা থেকে। এছাড়া থাকছে 1,000 টাকার কুপন ডিসকাউন্ট। এই অ্যান্ড্রয়েড টিভিতে রয়েছে স্মার্ট কানেক্টিভিটি এবং স্ক্রিন ফোকাসড ডিজাইন। এছাড়া রয়েছে PatchWall UI সিস্টেম এবং নানা রকমের পোর্ট কানেক্টিভিটির সুবিধা। অ্যামাজন সেলে এই টিভি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে পাওয়া যাচ্ছে 10% ছাড়। এছাড়া রয়েছে ফ্রি- ডেলিভারির সুবিধা। অ্যামাজন থেকে কিনতে পারেন।
এই স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে দুটি সাইজে- 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি। 55 ইঞ্চি মডেলের মার্কেটে দাম 1,09,900 টাকা। সেলে দেওয়া হচ্ছে 31,910 টাকার ছাড়। কেনা যাচ্ছে 77,990 টাকায়। ইএমআই শুরু হচ্ছে 3,671 টাকা থেকে। পাওয়া যাচ্ছে 2,500 টাকার কুপন ডিসকাউন্ট সমেত। এই অ্যান্ড্রয়েড টিভিতে রয়েছে গুগল টিভি ইউজার ইন্টারফেস সিস্টেম। পাওয়া যাবে ডলবি ভিসন এবং ডলবি অডিও সাপোর্ট। এছাড়া রয়েছে Sony X1 4K HDR প্রসেসর। সাথে রয়েছে 20W স্পিকার। এই স্মার্ট টিভিতে AirPlay এবং Google Chromecast সাপোর্ট করবে। অ্যামাজন সেলে এই টিভি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে পাওয়া যাচ্ছে 10% ছাড়। এছাড়া রয়েছে ফ্রি- ডেলিভারির সুবিধা। অ্যামাজন থেকে কিনতে পারেন।
Smart TV সম্পর্কে আরও বেস্ট ডিল জানতে এখানে ক্লিক করুন