40 inch Full HD ডিসপ্লে সহ 5 সেরা Smart TV, দাম 20000 টাকা থেকে শুরু

40 inch Full HD ডিসপ্লে সহ 5 সেরা Smart TV, দাম 20000 টাকা থেকে শুরু
HIGHLIGHTS

Smart TV যা পাওয়া যাবে মাত্র 20,000 থেকে 30,000 টাকার মধ্যে

OnePlus-এর 43 ইঞ্চি মডেলটি একটি LED Smart TV, যার দাম 29,499 টাকা

Smart TV-র EMI শুরু হচ্ছে 1,130 টাকা থেকে

আপনার পুরনো টিভি খারাপ হয়ে গিয়েছে, নতুন Smart TV কিনতে চাইলেও কিনতে পারছেন না? কেননা একাধিক সুবিধাসমেত অভিনব স্মার্ট টিভি আপনার বাজেটের মধ্যে আসছে না। যদি আপনি এমন ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, তবে আপনার জন্য আমরা এনেছি বাজেট ফ্রেন্ডলি স্মার্ট টিভির খোঁজ। যা পাওয়া যাবে মাত্র 20,000 থেকে 30,000 টাকার মধ্যে। জেনে নিন আরও বিস্তারিত-

Mi 100m (40 inches)  Full HD Android Smart LED TV 4Al L40M5-5AIN( Black) 

Mi-এর এই 40 ইঞ্চি স্মার্ট টিভিতে রয়েছে ফুল এইচডি স্মার্ট এলইডি ডিসপ্লে। এতে রয়েছে  1080 রেসোলিউশনের পিকচার কোয়ালিটি। এটি সাপোর্ট করে নেটফ্লিক্স, ইউটিউব, হটস্টার, প্রাইম ইত্যাদি ওটিটি প্ল্যাটফর্মকে। অ্যামাজনে এই স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে  23,999 টাকায়। EMI শুরু হচ্ছে 1,130 টাকা থেকে। পুরনো টিভিতে এই মডেলের ওপর ছাড় পাওয়া যাচ্ছে 6,140 টাকা পর্যন্ত।

Toshiba 108cm (43 inches)  Vidaa OS Series Full HD Smart ADS LED TV 43L05050 (Black) ( 2020 Model)

Toshiba-এর এই 43 ইঞ্চি মডেলটি Vidaa OS সিরিজের 2020 মডেল। এই স্মার্ট টিভিতে  রয়েছে Full HD Smart LED ডিসপ্লে। এতে রয়েছে Wide viewing ADS প্যানেল। মডেলটি অ্যামাজনে পাবেন 24,990  টাকায়। EMI শুরু হচ্ছে 1,176 টাকা থেকে। পুরনো টিভিতে এই মডেলের ওপর ছাড় পাওয়া যাচ্ছে 6,140 টাকা পর্যন্ত।

Mi 108cm  (43 inches) Full HD Android Smart  LED TV 4A PROl L43M5-AN (Black) 

Mi-এর এই 4A PRO মডেলটি একটি 43 ইঞ্চির স্মার্ট টিভি। এতে রয়েছে ফুল এইচডি এলইডি  ডিসপ্লে। এই মডেলটি সাপোর্ট করে নেটফ্লিক্স, ইউটিউব, হটস্টার, প্রাইম ইত্যাদি OTT প্ল্যাটফর্মকে। অ্যামাজনে আপনি এই স্মার্ট টিভি পেতে পারেন 26,999 টাকায়। মডেলটির ইএমআই শুরু হচ্ছে 1,271 টাকা থেকে। 

Sony Bravia 80cm (32 inches) HD Ready Smart LED TV 32W6100 (Black) (2020 Model) 

Sony Bravia-এর এই 32 ইঞ্চি মডেলটি একটি স্মার্ট এলইডি টিভি। এতে রয়েছে ক্লিয়ার অডিও প্লাস ফ্যাসিলিটি। মডেলটিতে রয়েছে এইচডি  রেডি ডিসপ্লে। অ্যামাজনে এই মডেলটির দাম  27,990 টাকা। পুরনো টিভিতে এই মডেলের ওপর ছাড় পাওয়া যাচ্ছে 6,140 টাকা পর্যন্ত। মডেলটির ইএমআই শুরু হচ্ছে 1,318 টাকা থেকে।

OnePlus 108cm (43 inches) Y Series Full HD LED Smart Android TV 43Y1 (Black) (2020 Model)

OnePlus-এর এই 43 ইঞ্চি মডেলটি একটি LED Smart TV। এতে রয়েছে ফুল এইচডি  ডিসপ্লে। এটি Y সিরিজের 2020 মডেল। অ্যামাজনে এই মডেলটির দাম 29,499 টাকা। মডেলটির EMI শুরু হচ্ছে 1,389 টাকা থেকে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo