Sony -এর তরফে দেশে একটি নতুন টিভি লঞ্চ করা হল। এই সদ্য লঞ্চ হওয়া টিভির নাম হল Bravia X75L। এটি একটি 4K HDR TV।
এই টিভিতে গ্রাহকরা পাবেন Dolby Audio সাপোর্ট সহ HDMI 2.1, Google Tv সফটওয়্যার, ইত্যাদি। এই টিভিটি চারটি সাইজে লঞ্চ হয়েছে দেশে। এই চারটি সাইজ হল, 43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি। এই টিভির সেরা 5 ফিচার কী কী দেখুন।
Sony Bravia X75L Tv এর ফিচার
1. এই টিভিটি চারটি সাইজে দেশের বাজারে উপলব্ধ হয়েছে, 43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি। প্রতিটি টিভিতে 4K UHD প্যানেল পেয়ে যাবেন, প্রতিটি টিভির ভিজ্যুয়ালে লাইভ কালার টেকনোলজি আছে যা আপনাকে রিয়েল লাইফ কালার দেখাবে। 4K X Reality Pro, Motionflow XR -এর সুবিধাও পাবেন এখানে।
এছাড়া এখানে আপনি পাবেন Auto HDR টোন ম্যাপিং সহ HDMI 2.1 বেজড অটো লো লেটেন্সি মোড যার সাহায্যে আপনি এখানে দারুন এক্সপিরিয়েন্স পাবেন PS5 -এ।
2. এখানে 20W স্পিকার আছে যেখানে Dolby Audio সাপোর্ট পেয়ে যাবেন।
3. Google Tv সফটওয়্যার আছে এই টিভিতে, এখানে পাবেন 10,000 টি বেশি অ্যাপ, 7,00,000 এর বেশি ছবি এবং টিভি সিরিয়ালের ইত্যাদি।
4. OK Google -এর সাপোর্ট পাবেন টিভি কন্ট্রোল করা জন্য। সঙ্গে অপশনে ভর্তি রিমোট তো থাকবেই। রিমোটে গ্রাহকরা 6টা বোতাম পাবেন Netflix, Youtube Video, YouTube Music, Sony LIV, Amazon Prime এবং Disney Plus Hotstar -এর জন্য। এখানে Apple Home Kit এবং Airplay -এর সুবিধাও পেয়ে যাবেন।
5. এখানে একদম স্লিক ডিজাইন পাবেন। এই টিভির রেটিং অনুযায়ী এটা ধুলো, হিউমিডিটি, অন্যান্য পারিপার্শ্বিক প্রেসার প্রতিরোধ করতে সক্ষম।
Bravia X75L Tv এর দাম কত?
Sony Bravia X75L 43 ইঞ্চির টিভির দাম 69,990 টাকা। 50 ইঞ্চির টিভির দাম হল 85,900 টাকা। 65 ইঞ্চির টিভির দাম রাখা হয়েছে 1,39,900 টাকা।
তবে 55 ইঞ্চির টিভির দাম এখনও জানা যায়নি। প্রথম তিনটি সাইজের টিভি গ্রাহকরা সোনি সেন্টার বা অন্যান্য ইলেকট্রনিক দোকান এবং E-commerce সাইট থেকে কিনতে পারবেন।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.