স্বাধীনতা দিবস উপল্ক্ষ্যে ভারতের প্রত্যেকটি ই-কমার্স সাইটেই পুরো অগস্ট মাস জুড়ে চলতে থাকে নানারকম সেল। অ্যামাজন ইণ্ডিয়ার তরফে 5 অগস্ট থেকে 9 অগস্ট পর্যন্ত চলছে Amazon Great Freedom Sale।
মোবাইলফোন, ল্যাপটপ, টিভির ওপর রয়েছে আকর্ষণীয় সমস্ত ছাড়। SBI ক্রেডিড কার্ড দিয়ে কেনাকাটা করলে মিলছে 10% ইন্সট্যান্ট ডিসকাউন্ট। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ডেবিট কার্ডের ক্ষেত্রে রয়েছে No cost ইএমআই সুবিধা। 43 ইঞ্চি টিভির ওপর পাওয়া যাচ্ছে প্রায় 20,000 টাকার বেশি ডিসকাউন্ট। আপনি যদি নতুন কোনো 43 ইঞ্চি টিভি কিনতে চান তবে আপনার জন্য রয়েছে সেরা ডিলগুলির সন্ধান।
এটি একটি 43 ইঞ্চি আলট্রা স্মার্ট এলইডি টিভি। টিভিটিতে রয়েছে 4K আলট্রা এইচডি ডিসপ্লে। অ্যামাজন সেলে এই টিভিটি পাওয়া যাচ্ছে 27,499 টাকায়। এই টিভিটির MRP-50,000 টাকা। টিভিটিতে দেওয়া হচ্ছে 22,501 টাকার ডিসকাউন্ট। এই স্মার্ট এলইডি টিভিটির ইএমআই শুরু হচ্ছে 1,294 টাকা থেকে। SBI ক্রেডিড কার্ডে কিনলে দেওয়া হচ্ছে সরাসরি 1,750 টাকা ছাড়। এছাড়াও পাওয়া যাচ্ছে 500 টাকার মতন কুপন ডিসকাউন্ট ।
এটি একটি ONEPLUS-এর 43 ইঞ্চি ওয়াই সিরিজ টিভি। এতে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে। এই টিভিটি একটি এলইডি অ্যানড্রয়েড টিভি। এর মডেলটি 2020 ভার্সনের। ওয়ানপ্লাসের এই টিভিটির দাম সেলে 27,999 টাকা। টিভিটির MRP- 29,999 টাকা। টিভিটিতে দেওয়া হচ্ছে 2,000 টাকার ডিসকাউন্ট। টিভিটির ই.এম.আই শুরু হচ্ছে 1,318 টাকা থেকে। SBI ক্রেডিড কার্ডে কিনলে দেওয়া হচ্ছে সরাসরি 1,750 টাকা ছাড়। এই মডেলটি কিনলে দেওয়া হচ্ছে পুরনো টিভির ওপর দেওয়া হচ্ছে 11,000 টাকার মতন এক্সচেঞ্জ অফার।
সোনি ব্রাভিয়া 43 ইঞ্চির এই মডেলটি একটি স্মার্ট অ্যানড্রয়েড এলইডি টিভি। এতে রয়েছে 4K আলট্রা এইচডি ডিসপ্লে। এটি একটি 2021
মডেল যাতে রয়েছে অ্যালেক্সা কম্প্যাটিবিলিটি। এই টিভির দাম সেলে 55,990 টাকা। টিভিটির MRP-66,900 টাকা। টিভিটিতে দেওয়া হচ্ছে 10,910 টাকার ডিসকাউন্ট। এই টিভিটির ইএমআই শুরু হচ্ছে 2,636 টাকা থেকে। SBI ক্রেডিড কার্ডে কিনলে দেওয়া হচ্ছে সরাসরি 1,750 টাকা ছাড়। পাওয়া যাচ্ছে অ্যামাজন পে ব্যালেন্সে 4,000 পর্যন্ত ক্যাশব্যাক এর সুযোগ।
অনিডার এই মডেলটি একটি 43 ইঞ্চির স্মার্ট এলইডি ফায়ার টিভি। এতে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে। এটি FIF1, ২০২১ সালের মডেল। এতে রয়েছে ভয়েস রিমোটের সুবিধা। টিভিটিতে রয়েছে অ্যালেক্সা কম্প্যাটিবিলিটি। এই 43 ইঞ্চি স্মার্ট টিভিটি সেলে দেওয়া হচ্ছে 26,999 টাকায়। তবে টিভিটির MRP 29,990 টাকা। সেলে পাওয়া যাচ্ছে 2,991 টাকার ছাড়। টিভিটির ই.এম.আই শুরু হচ্ছে 1,271 টাকা থেকে। SBI ক্রেডিড কার্ডে কিনলে দেওয়া হচ্ছে সরাসরি 1,750 টাকা ছাড়।এই মডেলটি কিনলে দেওয়া হচ্ছে পুরনো টিভির ওপর 6,010 টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও পাওয়া যাচ্ছে 1,000 টাকার কুপন ডিসকাউন্ট।
সোনি ব্রাভিয়ার এই 43 ইঞ্চি মডেলটি একটি ফুল এইচডি টিভি। এটি সোনি ব্রাভিয়ার স্মার্ট এলইডি 2020 মডেল। টিভিটিতে রয়েছে ক্লিয়ার
অডিও সুবিধা। অ্যামাজন সেলে এই টিভিটির দাম 42,900 টাকা। তবে এই স্মার্ট টিভিটির MRP 44,900 টাকা। সেলে এটির ওপর দেওয়া হচ্ছে 2,000 টাকা ছাড়। সোনি ব্রাভিয়ার এই মডেলটির ইএমআই শুরু হচ্ছে 2,019 টাকা থেকে। এই মডেলটি কিনলে দেওয়া হচ্ছে পুরনো টিভির ওপর 11,000 টাকার মতন এক্সচেঞ্জ অফার।