Best 32 inch HD Ready Smart TV: পুরনো কালার টিভির দিন শেষ হয়েছে। এখন যুগ স্মার্ট টিভির। গুরুত্বপূর্ণ ডিভাইসের সঙ্গে সঙ্গে স্মার্ট টিভি হয়ে উঠেছে ঘর সাজানোর প্রধান উপকরণ। একদিকে মাসের শেষ, অন্যদিকে খারাপ হয়ে গিয়েছে পুরনো টিভি। ভাবছেন নতুন স্মার্ট টিভি কিনবেন, কিন্তু বাজেটে কুলোচ্ছে না। আপনিও যদি এমন সমস্যায় জর্জরিত হন তবে রয়েছে আপনার জন্য সুখবর।
আজ আমরা এনেছি বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি 32 ইঞ্চি এইচডি রেডি স্মার্ট টিভির খোঁজ। যা আপনি কিনতে পারবেন এক্কেবারে সস্তায়। দাম শুরু মাত্র 12,299 টাকা থেকে, আসুন দেখে নেওয়া যাক –
এই 32 ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে রয়েছে স্মার্ট এলইডি ডিসপ্লে। এই ডিভাইসের স্ক্রিনের রিফ্রেশ রেট 60Hz। এই টিভিতে রয়েছে বিল্ট ইন ওয়াইফাই, ইউএসবি এবং HDMI কানেকশন ফিচার। এছাড়া মিলবে নেটফ্লিক্স, গুগল প্লে-স্টোর, ইউটিউবের অ্যাক্সেস। এই 2020 ভার্সনের অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি কেনা যাবে 16,849 টাকা দিয়ে। তবে এই ডিভাইসের মার্কেটে দাম 29,990 টাকা। অ্যামাজন দিচ্ছে 13,141 টাকার ছাড়। কিনতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।
Philips ব্র্যান্ডের এই 32 ইঞ্চি স্মার্ট টিভিতে রয়েছে ওয়াল মাউন্ট এবং টেবিল মাউন্টের সুবিধা। এই এলইডি টিভিতে স্ক্রিনের রেজোলিউশন 720p। হাই ডেফিনেশন ডিসপ্লে কোয়ালিটিসমেত স্ক্রিনের রিফ্রেশ রেট 60Hz। 2018 সালের এই স্মার্ট টিভি মডেলে পাওয়া যাবে ইউএসবি এবং HDMI সাপোর্ট। কিনতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।
32 ইঞ্চির এই স্মার্ট টিভিতে পাওয়া যাবে 1080p রেজোলিউশনের স্ক্রিন। স্ক্রিনের রিফ্রেশ রেট 60 Hz। এই এলইডি টিভিতে পাওয়া যাবে হাই ডেফিনেশন ডিসপ্লে ফিচার। ডিভাইসের ওজন 4.7 কিলোগ্রাম। কিনতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।
হাই ডেফিনেশন ডিসপ্লে ফিচারসমেত এই 32 ইঞ্চি স্মার্ট টিভিতে রয়েছে 60Hz রিফ্রেশ রেটের স্ক্রিন। এই এলইডি টিভিতে পাওয়া যাবে 720p স্ক্রিন রেজোলিউশনের ডিসপ্লে। 2019 সালের এই মডেলে সাপোর্ট করে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টারেরসহ আরও অনেক ওটিটি প্ল্যাটফর্ম। আসবে VGA, HDMI এবং ইউএসবি কানেক্টরসমেত। এই ডিভাইসের মিলবে ওয়াল মাউন্টের সুবিধা। কিনতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।
এই 32 ইঞ্চি স্মার্ট টিভিতে পাওয়া যাবে হাই ডেফিনেশন ডিসপ্লে ফিচার। এলইডি স্মার্ট টিভিতে স্ক্রিনের রেজোলিউশন রয়েছে 720P। স্ক্রিনের রিফ্রেশ রেট 60HZ। সেইসঙ্গে রয়েছে সুপার স্লিম বেজেল এবং এ প্লাস গ্রেড প্যানেল। এই স্মার্ট টিভিতে পাওয়া যাবে কোয়াড কোর প্রসেসরের সুবিধা। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টারেরসহ আরও অনেক ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে। এই 32 ইঞ্চি স্মার্ট টিভিকে সেট করা যাবে ওয়াল মাউন্ট এবং টেবিল মাউন্ট সিস্টেমে। অ্যামাজনে এই স্মার্ট টিভি কেনা যাবে 12,299 টাকায়। কিনতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।
ওয়াইফাই কানেক্টিভিটি সমেত এই 32 ইঞ্চি টিভিতে রয়েছে হাই ডেফিনেশন এলইডি ডিসপ্লে। এই স্মার্টটিভির স্ক্রিন রেজোলিউশন 768P। এই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে মিলবে QWERTY রিমোট ফিচার। এছাড়া রয়েছে ডুয়াল কোর প্রসেসরের সাপোর্ট। 2018 সালের এই স্মার্ট টিভি মডেলে পাওয়া যাবে ওয়াল মাউন্ট এবং টেবিল মাউন্টের সুবিধা। কিনতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।