Amazon Sale: LG, OnePlus টিভিতে 23,000 টাকা পর্যন্ত ছাড়

Updated on 08-Oct-2022
HIGHLIGHTS

Amazon Happiness Upgrade Days sale চলছে

এই সেলে একাধিক প্রোডাক্টের উপর মিলছে দারুন ছাড়, তালিকায় আছে স্মার্ট টিভিও

LG, OnePlus এর স্মার্ট টিভির উপর আছে আকর্ষণীয় ছাড়

আপনি কি স্মার্ট টিভি বা LED টিভি কিনতে চান? তাহলে Amazon আপনাকে সেই সুযোগ দিচ্ছে। Amazon Extra Happiness Days Saleএ একাধিক ব্র্যান্ডের টিভির উপর মিলছে দারুন সব ছাড়, এই সেল 4 অক্টোবর থেকে 8 অক্টোবর অবধি চলবে। OnePlus, LG, Samsung, ইত্যাদি ব্র্যান্ডের টিভির উপর মিলছে 23,000 টাকা অবধি ছাড়। 32, 43, 40 ইঞ্চির টিভির উপর আছে এই ছাড়। এছাড়া আছে একাধিক ব্যাংকের কার্ডের উপর অফার সহ অন্যান্য অফার। দেখে নিন কোন কোন টিভির উপর রয়েছে ছাড়।

LG 43 Inch 4K Ultra HD Smart LED TV

এই টিভিতে আছে 43 ইঞ্চির ডিসপ্লে সহ 60 Hz রিফ্রেশ এবং 3 HDMI পোর্ট। ইন বিল্ট WIFI, A5 Gen5 AI 4K প্রসেসর আছে এতে। এই ঘড়ির উপর রয়েছে 43% ছাড়। এই টিভির দাম 28,990 টাকা। সেরা ডিল এখানে।

OnePlus 32 Inch Y Series Smart Android TV

এই 32 ইঞ্চির স্মার্ট টিভিতে আছে 2 HDMI পোর্ট এবং 2 USB পোর্ট। এছাড়া আছে OnePlus Connect, Google Assistant, Play Store, সহ একাধিক ফিচার। এতে আছে নয়েজ রিডাকশন, ডায়নামিক কনট্রাস্ট, ইত্যাদির সুবিধা। এই টিভির উপর আছে 40% ছাড়, বর্তমান দাম 11,999 টাকা। সেরা ডিল এখানে।

Samsung 32 Inch HD Ready LED Smart TV

এই টিভির উপর আছে 41% ছাড়, বর্তমান মূল্য 13,490 টাকা। এতে আছে স্লিম এবং স্টাইলিশ ডিজাইন। এতে রয়েছে LED ডিসপ্লে, 2 HDMI পোর্ট এবং 1 USB পোর্ট। সেরা ডিল এখানে।

MI 32 Inch 5A Series HD Ready Smart Android LED TV

এই টিভির উপর 50% ছাড় পাবেন। হ্যাঁ ঠিক দেখলেন, 50%! বর্তমানে এই টিভির দাম 12,499 টাকা। এই টিভিতে আছে 60 Hz রিফ্রেশ রেট এবং 178 ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল। 1 GB RAM এবং 8 GB ইন্টারনাল স্টোরেজ আছে এতে। সেরা ডিল এখানে।

TCL 40 Inch Full HD Certified Android R Smart LED TV

এই টিভির উপর আছে 56% ছাড়! বর্তমানে এই টিভির দাম 17,990 টাকা এতে ইউটিউব, Netflix, Zee5, Google Play Store, ইত্যাদির সুবিধা মিলবে। এতে A+ গ্রেড ডিসপ্লে প্যানেল আছে। যেখানে আছে 90.5X18.5X51.8 cm ডায়মেনশন আছে এতে। সেরা ডিল এখানে।

Connect On :