এখানে স্মার্ট টিভির উপর দুর্দান্ত সব ছাড় পাওয়া যাচ্ছে
Amazon -এ চলছে Amazon Prime Days Sale। এই সেলে একাধিক প্রোডাক্টের উপর দুর্দান্ত সব ছাড় পাওয়া যাচ্ছে। 16 জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে এই সেল। এখানে একাধিক স্মার্ট টিভির উপর দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে।
50% ছাড়ের পর নজরকাড়া দামে এই ফিচার ভর্তি স্মার্ট টিভি কেনা সম্ভব এখন। Samsung, LG, MI এর কোম্পানির টিভিতে আছে ফাটাফাটি ডিসকাউন্ট।
এখানে SBI এবং ICICI ব্যাংকের গ্রাহকরা কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে আরও অতিরিক্ত 10% ছাড় পেয়ে যাবেন। তাছাড়া এক্সচেঞ্জ অফার তো আছেই। ফলে সবটা মিলিয়েই দারুন কম দামে বাড়িতে টিভি আনা যাবে।
LG 32 Inch Smart LED TV
আসল দাম: 21,990
অফার প্রাইজ: 12,499
এটি একটি 32 ইঞ্চির টিভি যেখানে গ্রাহকরা Netflix, Amazon, Prime, Disney+ Hotstar এর মতো OTT প্ল্যাটফর্মের পরিষেবা পাবেন। এখানে 1366X768 পিক্সেলের রেজোলিউশন সহ 50 Hz রিফ্রেশ রেট আছে। 2 HDMI পোর্ট সহ একটি USB পোর্ট আছে। সেরা ডিল দেখুন
Samsung 32 Inch Wondertainment Series LED Smart TV
এখানেও 32 ইঞ্চির একটি বড় ডিসপ্লে পাওয়া যাবে। সঙ্গে 60 HZ রিফ্রেশ রেট তো আছেই এখানে। মিউজিক সিস্টেম তো স্ক্রিন শেয়ার, 2 HDMI পোর্ট, একটি USB পোর্ট রয়েছে এই টিভিতে।
এখানে Netflix , Amazon Prime, Disney+ Hotstar সবই সাপোর্ট করে। সেরা ডিল দেখুন
Redmi 43 Inch Android Smart LED TV
আসল দাম: 42,999
অফার প্রাইজ: 21,999
এই দুর্দান্ত বড় সাইজের টিভিটি মাত্র 20,000 টাকার মধ্যেই কেনা সম্ভব। এখানে 178 ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল সহ 60 Hz রিফ্রেশ রেট আছে। 3 HDMI পোর্ট, WIFI, ব্লুটুথ, 2 USB পোর্ট সহ একাধিক সুবিধা পাবেন এই টিভিতে।
2 GB RAM এবং 16 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই টিভিতে। সেরা ডিল দেখুন
MI 50 Inch X Series Smart Android LED TV
আসল দাম: 44,999
অফার প্রাইজ: 32,999
এখানে 4K আল্ট্রা HD রেজোলিউশন সহ 60 Hz রিফ্রেশ রেট রয়েছে। 178 ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল আছে এই টিভিতে। এটি ইথারনেট এবং 3.5 mm হেডফোন জ্যাক সাপোর্ট করে।
প্যারেন্টাল লকের সুবিধাও পাবেন এখানে। 10,000 টির বেশি প্লে স্টোর অ্যাপ সাপোর্ট করে এটি। এখানেও 2 GB RAM এবং 16 GB ইন্টারনাল স্টোরেজ আছে। সেরা ডিল দেখুন
এটি স্যামসাংয়ের ডায়নামিক ক্রিস্টাল 4K সিরিজের একটি টিভি যেখানে আল্ট্রা HD রেজোলিউশন আছে। এখানে 3 HDMI, 2 USB পোর্ট আছে, সঙ্গে ইথারনেট, wifi, ব্লুটুথ সবই সাপোর্ট করে। সেরা ডিল দেখুন
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.