47 হাজার টাকা পর্যন্ত সস্তায় কিনুন 55 inch Smart TV, অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে দেদার ছাড়

Updated on 14-Jan-2025
HIGHLIGHTS

Amazon Great Republic Day সেলে কোম্পানি দুর্দান্ত অফার সহ স্মার্ট টিভি বিক্রি করছে

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন 55inch Smart TV-তে 60 শতাংশ পর্যন্ত ছাড়ে কেনা যাবে

এই স্মার্ট টিভিগুলি বড় ডিসপ্লে এবং হাই কোয়ালিটি সহ পিক্সেল রেজোলিউশন অফার করে

আপনি যদি 55inch Smart TV কেনার কথা ভাবছেন এবং বাজেট লিমিটেড তবে এটাই সুযোগ। আসলে Amazon Great Republic Day সেলে কোম্পানি দুর্দান্ত অফার সহ স্মার্ট টিভি বিক্রি করছে। অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন 55-ইঞ্চি স্মার্ট টিভিগুলি 60 শতাংশ পর্যন্ত ছাড়ে কেনা যাবে।

এই স্মার্ট টিভিগুলি বড় ডিসপ্লে এবং হাই কোয়ালিটি সহ পিক্সেল রেজোলিউশন অফার করে। এছাড়া উন্নত ফিচার, স্টাইলিশ ডিজাইন এবং স্লিক বডি সহ এই স্মার্ট টিভিগুলি আপনার বাড়িকে আরও ভাল করে তুলবে। আসুন দেখে নেওয়া যাক লিস্ট।

আরও পড়ুন: Vodafone Idea লঞ্চ করল মাত্র 200 টাকার খরচের রিচার্জ প্ল্যান, Jio-Airtel এর ফুরিয়ে গেল দম

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে এই স্মার্ট টিভিতে 55 শতাংশ ছাড় অফার করা হচ্ছে। এই টিভি অনলাইন শপিং সাইটে 26,990 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এই টিভির আসল দাম 59,999 টাকা। শুধু তাই নয় কোম্পানি এতে 1000 টাকার কুপন ডিসকাউন্টও অফার করছে। যার পরে এই টিভির দাম পড়বে 25 হাজার টাকার কাছে। এখানেই শেষ নয়, গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে এতে 1500 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে এটি মাত্র 24,499 টাকায় কেনা যাবে।

স্যামসাং কোম্পানির 55-ইঞ্চির টিভিটি ক্রিস্টাল 4K Vivid Ultra HD ডিসপ্লে সহ আসে। এটি HDR10+ সাপোর্ট করে। অ্যামাজন রিপাবলিক ডে সেলে এটি 42,490 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই টিভির আসল দাম 64,900 টাকা। এছাড়া কোম্পানি এতে 1000 টাকার কুপন অফার দিচ্ছে। যার পরে টিভির দাম কমে 41,490 টাকা হয়ে যাবে। এছাড়া থাকছে SBI কার্ড পেমেন্টে 1500 টাকার ছাড়।

গ্রেট রিপাবলিক ডে সেলে টিসিএল কোম্পানি এই টিভিতে 60 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এটি 77,990 টাকার বজায় 30,990 টাকায় কেনা যাবে। টিসিএল গুগল টিভিতে 178 ডিগ্রি ভিউ এঙ্গেল এবং মাইক্রো ডিমিং প্রযুক্তি সহ আপনি যেকোনো ডায়রেকশন থেকে ভিডিও ক্লিয়ার দেখতে পারবেন। এতে 24 আউটপুট এবং ডলবি অডিও ফিচারও দেওয়া। কোম্পানি এতে SBI কার্ড পেমেন্টে 2000 টাকার অতিরিক্ত ছাড় দিচ্ছে।

রিপাবলিক ডে সেলে এই কোম্পানির টিভিটি মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি 43 শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। তবে এই টিভির আসল দাম 64,999 টাকা। এছাড়া গ্রাহকা SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকার ছাড় দেওয়া হবে।

তশিবা কোম্পানির এই টিভিটি অ্যামাজন সেলে মাত্র 33,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি 43 শতাংশ ছাড়ে কেনা যাবে। তবে টিভির আসল দাম 33,999 টাকা। গ্রাহকরা 1500 টাকার SBI কার্ড পেমেন্টে ছাড় পাবেন।

আরও পড়ুন: Amazon Great Republic Day Sale সেল শুরু, মাত্র 8,999 টাকা থেকে শুরু হচ্ছে স্মার্টফোনের দাম, দেখে নিন টপ 5 বেস্ট ডিল

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :