Amazon Great Indian Festival 2021: পুজোর মরসুমে বাড়ি নিয়ে আসুন সস্তা দামে Smart TV, আর মিলবে না এই অফার

Updated on 02-Oct-2021
HIGHLIGHTS

Amazon Great Indian Festival 2021 সেলে প্রাইম আইম্বার্সের জন্য Best TV ডিল

দুর্দান্ত ডিসকাউন্ট এবং অফারে Smart TV কেনার সুযোগ

HDFC কার্ড ইউজাররা পাবেন 10 শতাংশ ছাড়

Best 32 inch HD Ready Smart TV offer on Amazon great Indian Festival 2021: পুরনো কালার টিভির দিন শেষ হয়েছে। এখন যুগ স্মার্ট টিভির। গুরুত্বপূর্ণ ডিভাইসের সঙ্গে সঙ্গে স্মার্ট টিভি হয়ে উঠেছে ঘর সাজানোর প্রধান উপকরণ। Amazon Great Indian Festival 2021 (অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল ২০২১) সেল প্রাইম মেম্বরদের জন্য শুরু হয় গিয়েছে। এই সেল সাধারণ মানুষদের জন্য 3 অক্টোবর থেকে শুরু হবে। সেলে চলাকালীন Amazon তার অনেক প্রোডাক্ট ক্যাটাগরিতে অফার এবং ডিসকাউন্ট দিচ্ছে, যেমন স্মার্টফোন, টিভি, ল্যাপটপ, ওয়াশিং মেশিন ইত্যাদি।

এখানে আমরা আপনাদের জন্য Best Smart TV offer সম্পর্কে বলবো যা আপনি Amazon Great Indian Festival 2021 সেলে পাবেন। আসুন Prime members দের জন্য আজকের Best Amazon TV deals জেনে নিই …

Mi 80 cm (32 inches) HD Ready Android Smart LED TV 4A PRO | L32M5-AL (Black)

Deal Price: Rs 15,499

32 ইঞ্চি সর শাওমির Mi ব্র্যান্ডের HD Ready Android Smart LED টিভি Amazon great indian Festival sale-এ দুর্দান্ত অফারে কেনা যাবে। এই স্মার্ট টিভি একটি Anadroid TV। এই টিভির আসল দাম 19,999 টাকা, তবে Amazon Prime Member রা এই সেলে এই টিভি মাত্র 15499 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ এই টিভিতে সরাসরি 4000 টাকারও বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়া এই টিভি 800 টাকার EMI অপশনেও কিনতে পারবেন। কানেক্টিভিটির জন্য, টিভিতে 3D HDMI পোর্ট এবং 2 USB পোর্ট রয়েছে। যদি আমরা স্মার্ট টিভির ফিচার সম্পর্কে কথা বলি, তবে এটি বিল্ট-ইন ওয়াই-ফাই, প্যাচওয়াল, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ডিজনি+ হটস্টার ইত্যাদি সাপোর্ট করে। এখান থেকে কিনুন

LG 80 cm (32 inches) HD Ready Smart LED TV 32LM563BPTC (Dark Iron Gray) (2020 Model)

Deal Price: Rs 17,499

Amazon Great indian Festival সেলে LG কোম্পানির 32 ইঞ্চি HD Ready Smart LED TV দুর্দান্ত ডিসকাউন্ট এবং অফারে কিনতে পারবেন। Sale (সেল) চলাকালীন, HDFC কার্ড ইউজাররা 10% ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এই টিভিটি কোম্পানির 2020 সালের মডেল। এই টিভির রেজোলিউশন 1366×768 পিক্সেল। এতে 2 HDMI পোর্টে রয়েছে কানেক্টিভিটির জন্য। 10 ওয়াটের আওটপুট, 2 স্পিকার দেওয়া রয়েছে এই Smart TV-তে। দামের কথা বললে এই টিভির আসল দাম হল 21,990 টাকায়, তবে Amazon Prime Member-রা সেলে 17499 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন

Samsung 80 cm (32 Inches) Wondertainment Series HD Ready LED Smart TV UA32T4340AKXXL (Glossy Black) (2020 Model)

Deal Price: Rs 17,999

এই লিস্টে পরপর্তী Smart TV হচ্ছে Samsung কোম্পানির। এটি 32 ইঞ্চির HD Ready LED Smart TV, যা সংস্থার 2020 সালের মডেল। আপনি যদি এই টিভিটি সস্তা দামে কিনতে চান তবে Amazon Sale-এ রয়েছে দুর্দান্ত সুযোগ। এই টিভি আপনি সেলে মাত্র 17,999 টাকায় কিনতে পারবেন, তবে এর জন্য় আপনার কাছে Amazon Prime Membership থাকতে হবে। প্রাইম মেম্বর্সরা আজকের সেলে এই টিভি মাত্র 17,999 টাকায় কিনতে পারবেন। এছাড়া রয়েছে No-Cost EMI এর সুবিধা এবং প্রচুর ব্যাঙ্ক অফার। এখান থেকে কিনুন

TCL 100 cm (40 inches) Full HD Certified Android Smart LED TV 40S6500FS (Black) (2020 Model)

Deal Price: Rs 20,999

TCL কোম্পানির এই Full HD Certified Android Smart LED TV আপনি Amazon Great indian Festival 2021 সেলে মাত্র 20,999 টাকায় কেনার সুযোগ পাবেন। তবে ই-কমার্স সাইট Amazon-এ এই টিভি 24,999 টাকায় লিস্ট করা রয়েছে। বলে দি যে এই টিভি কোম্পানি 2020 সালের মডেল 40 inches স্ক্রিন সহ আসে। এতে রয়েছে Full HD 1920 x 1080 পিক্সেল রেজোলিউশন, যার রিফ্রেশ রেট হল 60 Hertz। এতে কানেক্টভিটির জন্য় বিল্ট-ইন WiFi, 2 HDMI পোর্ট এবং 1 USB পোর্ট দেওয়া রয়েছে। এখান থেকে কিনুন

iFFALCON 108 cm (43 inches) 4K Ultra HD Certified Android Smart LED TV 43U61 (Black) (2021 Model)

Deal Price: Rs 25,999

iFFALCON এর এই টিভি 25,999 টাকায় কেনা যাবে। এটি টিভি 2021 মডেল যা 43 ইঞ্চি স্ক্রিনের সাথে আছে। আপনি ব্ল্যাক কলার কিনতে পারেন। কানেক্টিভিটির জন্য 3 HDMI পোর্ট এবং 1 USB পোর্ট দেওয়া হয়েছে। এখানে থেকে কিনুন

Connect On :