Amazon Great Freedom Festival Sale: অ্যামাজন সেলে LG, Redmi সহ এই টিভিগুলোতে পাবেন অফার, রয়েছে 47% পর্যন্ত ছাড়
Amazon Great Freedom Festival Sale চলছে E-commerce সাইটে
বাম্পার অফার স্মার্ট টিভিতে
Redmi, Lg সহ কিসে কিসে ছাড় আছে দেখুন
Amazon -এ এখন চলছে Amazon Great Freedom Festival Sale 2023। এটি 4 অগাস্ট শুরু হয়েছে, চলবে 8 অগাস্ট পর্যন্ত। এখানে স্মার্টফোন, থেকে ফ্রিজ, ওয়াশিং মেশিন সবেতেই পাওয়া যাচ্ছে দুর্দান্ত ছাড়। বাদ যাচ্ছে না স্মার্ট টিভি।
আপনি যদি সস্তায় দুর্দান্ত স্মার্ট টিভি কিনতে চান তাহলে এই সুযোগ। Sony, LG সহ একাধিক কোম্পানির প্রোডাক্টে আছে 47% পর্যন্ত ছাড়। SBI -এর গ্রাহকরা কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন অতিরিক্ত 10% ছাড়। সঙ্গে এক্সচেঞ্জ অফার এবং no cost EMI -এর সুবিধা তো আছেই।
Redmi L43R7-7AIN TV
42,999 টাকার টিভি কিনুন 22,999 টাকায়। 47% ছাড়ের পর এখন তুমুল সস্তা Redmi -এর এই টিভি। এখানে 3টি HDMI পোর্ট আছে, সঙ্গে 30W স্পিকার সহ ডলবি অডিওর সাপোর্ট আছে।
eARC -এর সুবিধা আছে Redmi টিভিতে। দেখুন সেরা ডিল।
LG 43UQ7500PSF TV
Lg -এর এই টিভিতে আছে 42% ছাড়। অর্থাৎ 49,990 টাকার বদলে এখন এটি মাত্র 28,990 টাকায় কেনা যাচ্ছে Amazon সেল থেকে। 3টি HDMI পোর্ট, eARC, এবং 20W স্পিকার আছে এখানে। ডিল দেখুন এখানে।
Samsung QA55QE1CAKLXL TV
QLED প্যানেলযুক্ত এই টিভির দাম 99,990 টাকা। কিন্তু এখন Amazon -এ এটির উপর 34% ছাড় আছে। ফলে Samsung -এর এই টিভি এখন মাত্র 65,990 টাকায় কেনা যাবে।
3 HDMI পোর্ট, 20W স্পিকার আছে Samsung -এর টিভিতে। সেরা ডিল দেখুন।
Hisense Tornado 55E7K Pro TV
79,999 টাকার বদলে 49,999 টাকায় কেনা যাবে এই Hisense -এর টিভি। এখানে 38% ছাড় পাবেন গ্রাহকরা।
দুটো HDMI 2.1 পোর্ট, দুটো HDMI 2.0 পোর্ট, 40W স্পিকার আছে Hisense -এর টিভিতে। Dolby ভিশন IQ এবংDolbyAtmos এর সাপোর্ট পাবেন এখানে। ডিল দেখুন এখানে।
Sony Bravia KD-55X74K Tv
44% ছাড়ের পর এটি এখন 55,990 টাকায় বিক্রি হচ্ছে। Sony -এর এই 4K টিভিতে আছে X1 4K প্রসেসর, 3 HDMI পোর্ট এবং 20W স্পিকার। সেরা ডিল দেখুন।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile