Amazon Great Freedom Festival 2021: সস্তা দামে স্মার্ট টিভি কেনার সুযোগ, থাকছে দারুন অফার

Updated on 29-Sep-2021
HIGHLIGHTS

স্মার্টফোন , ল্যাপটপ, হোম আপ্লায়েন্সেসের, টিভি –র রয়েছে দারুন ছাড়

SBI এর ক্রেডিড কার্ড এবং ক্রেডিড কার্ড বেসড ই এম আই ট্রানজ্যাকসনের ওপর রয়েছে 10% অবধি ছাড়

Large screen 4K টিভির ক্ষেত্রে রয়েছে 60% ছাড়

হাজির হয়েছে সেলের মরশুম। August 5 থেকে August 9 অবধি ফ্লিপকার্ট এ চলছে Big Savings Day Sale। সেইসঙ্গে অ্যামাজন ইন্ডিয়ার প্ল্যাটফর্মে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে Great Freedom Festival Sale 2021। এই সেলের সিজনটি চালু হয়েছে অ্যামাজনের প্রাইম ডে 2021 সেলের অনুকরণে যা চলেছিল 26 শে জুলাই থেকে 27 শে জুলাই অবধি। 

অ্যামাজনের Great Freedom Festival 2021–এ চলছে স্মার্টফোন, ল্যাপটপ, হোম আপ্লায়েন্সেসের, টি ভি –র ওপর ব্যাপক ছাড়। SBI এর ক্রেডিড কার্ড এবং ক্রেডিড কার্ড বেসড ই এম আই ট্রানজ্যাকসনের ওপর রয়েছে 10% অবধি ছাড়। এছাড়াও যারা Amazon Pay দ্বারা সাইন আপ করবেন, তারা পাবেন 1,000 টাকা অবধি ক্যাশব্যাক।

অ্যামাজন ইন্ডিয়ার তরফে স্মার্ট টিভির অফারের ক্ষেত্রে রয়েছে 50% অবধি ছাড়। 40 ইঞ্চি এবং 43 ইঞ্চির স্মার্ট টিভির ক্ষেত্রে। এছাড়াও Large screen 4K টিভির ক্ষেত্রে রয়েছে 60% ছাড়। কোম্পানির তরফে বলা হয়েছে যে 32 ইঞ্চি স্মার্ট টিভির দাম শুরু হবে 12,999 টাকা থেকে।

নীচে এই সেলের টপ অফারগুলি সম্পর্কে বিস্তারিত রইলো-

Mi 80 cm ( 32 inches ) HD Ready Android Smart LED TV 4A PRO। L32M5- AL (Black)
দাম- 19,890 টাকা

অ্যামাজন সেলে এই টিভি 19,890 টাকায় কেনা যাবে। এটি 32 inch এর একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। 

এখনই কিনতে নীচে ক্লিক করুন

iFFALCON 4K UHD
দাম- 36,999 টাকা

একইরকম মানের রয়েছে 55 –inch iFFALCON 4K UHD Smart Certified Android LED TV ( 2021 variant ) পাওয়া যাচ্ছে- 36,999 টাকায়। তবে এর আসল দাম 1,06,990 টাকা।

এখনই কিনতে নীচে ক্লিক করুন

Mi 125. Cm ( 50 inches) 4K Ultra HD Android Smart LED TV 4x।L50M5-5AIN (Black)
দাম- 36,999 টাকা

Amazon Sale-এ Mi TV 125.7 ইঞ্চির টিভি কিনতে পারেন। এটি একটি একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি যা 50 inch সহ আসে।

এখনই কিনতে নীচে ক্লিক করুন

Samsung Wondertainment Series HD Ready LED Smart TV

এছাড়াও রয়েছে Samsung Wondertainment Series HD Ready LED Smart TV দাম- 18,490, যার আসল দাম 20,900 টাকা।

এখনই কিনতে নীচে ক্লিক করুন

LG 80 cm ( 32 inches) HD Ready Smart LED TV 32LM563BPTC (Dark Iron Gray) (2020 Mode)

32 inch এর LG স্মার্ট টিভি Amazon Sale-এ 17,999 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এর আসল দাম 21,999 টাকা।

এখনই কিনতে নীচে ক্লিক করুন
 
এছাড়াও রয়েছে 55-inch Sony Bravia 4K Ultra HD Smart LED Google TV with Alexa compatibility দাম শুরু 83,990 থেকে, 26,000 টাকার ডিসকাউন্ট এর পর।

এখনই কিনতে নীচে ক্লিক করুন

Connect On :