দশহাজারি সব দারুন টিভি অ্যামাজনের ফ্রিডম সেলে

দশহাজারি সব দারুন টিভি অ্যামাজনের ফ্রিডম সেলে
HIGHLIGHTS

অ্যামাজনের ফ্রিডম সেলে এগুলি পাওয়া যাচ্ছে

এগুলি সব আপনারা 10 হাজার টাকার মধ্যে কিনতে পারবেন

অ্যামাজনে ফ্রিডম সেল শুরু হয়ে গেছে। আর এই সেলে একের পর এক জিনিসের ওপরে দারুন সব অফার পাওয়া যাচ্ছে। আর আজকে আমরা এখানে আপনাদের এই সেলের এমন কিছু টেলিভিশানের বিষয়ে বলব যা এই সময়ে 10 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

এই সেল আগামী 11 তারিখ পর্যন্ত চলবে। তাই এই সেলের সুযোগ নিন আর দারুন সব জিনিস সহজেই নিজের করুন।

Kevin 80 cm 

আপনারা এই টেলিভিশানটি আজকে এখানে মাত্র 6,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 13,891 টাকা বলা হয়েছে, এটি একটি 32 ইঞ্চির HD রেডি টেলিভিশান। এতে কানেক্টিভিটির জন্য 2টি HDMI পোর্ট দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Shinco 80 cm

আপনারা এই টেলিভিশানটি আজকে এখানে 6,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 12,999 টাকা বলা হয়েছে। আর এটি একটি H রেডি টেলিভিশান। এটি A+ গ্রেড প্যানেল যুক্ত আর এতে 20W সাউন্ড আউটপুট আছে। এখান থেকে কিনুন।

Shinco 80 cm

একই ব্র্যান্ডের আরও একটি 32 ইঞ্চির টেলিভিশান আপনারা এখানে মাত্র 8,999  টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 16,990 টাকা বলা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 3টি HDMI পোর্ট আছে। আর এতে আপনার অ্যান্ড্রয়েড 5.1 পাবেন। এখান থেকে কিনুন।

ADSUN 80 cm

এই টেলিভিশানটি আপনারা এখানে মাত্র 8,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 19,999 টাকা বলা হয়েছে। এটি একটি HD রেডি টেলিভিশান। এর রিফ্রেস রেট 60Htz। এখান থেকে কিনুন।

Fortex 80 cm

আপনারা এই টেলিভিশানটি এবার এখানে মাত্র 9,999টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 19,999 টাকা বলা হয়েছে। এয়টি আপনারা একটি IPS LED টিভি হিসাবে পাবেন। এতে 3টি HDMI পোর্টের জায়গা আছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন দেখা গেছে সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo