বাজারে এল Acer H এবং S সিরিজের অ্যান্ড্রয়েড টিভি, 14,999 টাকা থেকে শুরু হচ্ছে দাম

বাজারে এল Acer H এবং S সিরিজের অ্যান্ড্রয়েড টিভি, 14,999 টাকা থেকে শুরু হচ্ছে দাম
HIGHLIGHTS

Acer H এবং S, দুটি টিভি সিরিজের লঞ্চ করল

পাঁচটি সাইজের টিভি আছে, যথা 32, 43, 50, এবং 65 ইঞ্চি

প্রতিটা টিভিতে আছে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট

Acer কোম্পানি দুটি নতুন অ্যান্ড্রয়েড টিভি সিরিজ লঞ্চ করল। এই কোম্পানি নিয়ে এল H এবং S সিরিজের টিভি। পাঁচটি সাইজের টিভি রয়েছে Acer এর এই নতুন টিভি সিরিজে। 32, 43, 50, 55 এবং 65 ইঞ্চির টিভি লঞ্চ করেছে এই সংস্থা। প্রতিটা টিভিতেই আছে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট। এই টিভিগুলোতে গ্রাহকরা পেয়ে যাবেন Dolby Atmos, Dolby Vision, ইত্যাদির মতো টেকনোলজির সাপোর্ট।

এই টিভিগুলোর দাম কেমন?

Acer কোম্পানির এই নতুন টিভিগুলোর 32 ইঞ্চি সাইজের দাম হল 14,999 টাকা। অন্যদিকে 43 ইঞ্চির UHD টিভির দাম হচ্ছে 29,999 টাকা, 50 ইঞ্চির UHD টিভির দাম হচ্ছে 34,999 টাকা। এছাড়া 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি UHD টিভির দাম হচ্ছে যথাক্রমে 39,999 এবং 64,999 টাকা। তবে এই টিভিগুলোর উপর থাকতে চলেছে আকর্ষণীয় সব ছাড়। কিন্তু কী ছাড় থাকবে সেটা জানা যাবে সেল শুরু হওয়ার আগেই। গ্রাহকরা এই টিভি ভারতের প্রতিটা E-commerce সাইট এবং 4,000 এর মেসি রিটেল শপ থেকে এই টিভিগুলো কিনতে পারবেন।

Acer Smart TV

কী কী ফিচার আছে এই টিভিতে?

মেটাল ফিনিশ, শেল বডি সহ ফ্রেমলেস ডিজাইন পাওয়া যাবে Acer কোম্পানির সদ্য লঞ্চ হওয়া টিভিগুলোতে। H সিরিজের টিভিগুলোতে রয়েছে HiFi Pro স্পিকার যেখানে 60W অডিও ইনপুট পাওয়া যাবে। অন্যদিকে 65 ইঞ্চির মডেলটিতে আছে 50W এর স্পিকার। তিন বছরের ওয়ারেন্টি মিলবে এই H এবং S সিরিজের টিভিগুলোতে। Cortex A55 X4 প্রসেসরের সাহায্যে এই টিভিগুলো চলবে। ইন বিল্ট স্মার্ট ব্লু লাইট রিডাকশন টেকনোলজি রয়েছে এই টিভিতে। HDR 10+, HLG, ব্ল্যাক লেভেল অগমেন্টেশন, 4K আপস্কেলিং, টু ওয়ে ব্লুটুথ, ডুয়াল ব্যান্ড WIFI ইত্যাদির সুবিধা রয়েছে এই টিভিগুলোতে। Google Duo এর সাহায্য এই টিভিতে ভিডিও কলিং করা যাবে। এছাড়া বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন Google Play, Netflix, Prime Video, Disney+ Hotstar, ইত্যাদি রয়েছে এই টিভিতে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo