Acer -এর অফিসিয়াল লাইসেন্স প্রাপ্ত ব্যাঙ্গালুরুর কোম্পানি Indkal Technologies -এর তরফে এই কোম্পানির একাধিক Google Tv ভারতে নিয়ে এল। Acer Google Tv -এর একটা নতুন লাইন আপ লঞ্চ করল দেশে। এই সদ্য লঞ্চ হওয়া টিভিগুলোতে যেমন OLED ডিসপ্লে আছে, তেমনই আছে QLED, LED ডিসপ্লে যুক্ত টিভি।
এই কোম্পানির O সিরিজের টিভিতে আছে OLED ডিসপ্লে। W+ এবং V সিরিজে আছে QLED ডিসপ্লে আর G, I, এবং H+ সিরিজে আছে LED LCD ডিসপ্লে।
এই সদ্য লঞ্চ Acer টিভিগুলোর অন্যতম আকর্ষণীয় ফিচার হল এটার অডিও কোয়ালিটি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে H+ সিরিজের কথা। এখানে আছে 76W স্পিকার।
OLED টিভি অর্থাৎ O সিরিজের টিভিগুলোতে আছে 60W অডিও সিস্টেম। আর এগুলো 55 এবং 65 ইঞ্চি সাইজে কেনা যাবে।
Acer -এর এই টিভিগুলো ধীরে ধীরে বিক্রি শুরু হবে, সবার আগে বিক্রি শুরু হবে I সিরিজের টিভির। 6 জুন থেকে এই টিভিগুলোর বিক্রি স্টার্ট হবে, চলবে 7 জুলাই পর্যন্ত।
এই টিভিগুলোর দাম 13,990 টাকা থেকে শুরু হতে পারে। এই দামে 32 ইঞ্চির টিভি কেনা যাবে। 55 ইঞ্চির মডেলের O সিরিজের OLED ডিসপ্লে যুক্ত টিভি কিনতে হলে 1,20,000 টাকা পর্যন্ত দাম পড়তে পারে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.