15000 টাকার বাজেটে Smart TV খুঁজছেন? দেখে নিন বেস্ট অপশনগুলি

Updated on 25-Aug-2021
HIGHLIGHTS

Smart TV-র দাম 11,000 টাকা থেকে শুরু হয়

Amazon-এ স্মার্ট টিভির উপর দুর্দান্ত ছাড় এবং অফার

15,000 টাকার মধ্যেই Amazon-এ Best Smart TV

স্মার্ট টিভি কেনার শখ আমাদের প্রত্যেকেরই রয়েছে। যদি এক্কেবারে সস্তায় পাওয়া যায় ভালো কোয়ালিটির স্মার্ট টিভি, তাহলে কেমন হয়! আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই সুযোগ। সন্ধান দেবে এক্কেবারে সস্তায় মিলবে এমন কয়েকটি স্মার্ট টিভির, যা আপনি কিনতে পারবেন 15,000 টাকার মধ্যেই। আসুন দেখে নেওয়া যাক-

eAirtec 81cms (32 inches) HD Ready Smart LED TV 32DJSM(Black) (2020 Model)

এই 32 ইঞ্চি স্মার্ট টিভি অ্যামাজনে মিলবে 11,750 টাকায়। এটি একটি এইচডি রেডি স্মার্ট এলইডি টিভি। পাওয়া যাবে 720p পিকচার কোয়ালিটির সুবিধা। রিফ্রেশ রেট রয়েছে 60Hz। এই টিভিতে রয়েছে এ প্লাস জিরো ডট প্যানেল। ভিউয়িং অ্যাঙ্গেল 178 ডিগ্রি। এই স্মার্ট টিভিতে রয়েছে মাল্টি ল্যাঙ্গুয়েজ ওএসডি  ফিচার। এই এলইডি টিভির ডিসপ্লে ব্রাইটনেস 300 নিটস। এছাড়া রয়েছে বক্স স্পিকার সাউন্ডের সুবিধা। এই স্মার্ট টিভি সাপোর্ট করবে নেটফ্লিক্স, ফেসবুক, অ্যামাজন ভিডিও এবং ইউটিউবের মতো ইন্টারনেট সার্ভিসকে। এখান থেকে কিনুন

Kevin 80cm (32 inches) HD Ready LED Smart TV K32CV338H (Black) (2021 Model)

এই 32 ইঞ্চি স্মার্ট টিভি অ্যামাজনে মিলবে 13,499 টাকায়। এই টিভিতে রয়েছে হাই ডেফিনেশন 720P এলইডি ডিসপ্লে। এই স্মার্ট টিভির রিফ্রেশ রেট 60Hz। এই Kevin, 2021 টিভি মডেলের বিশেষ ফিচার হিসেবে মিলবে  ক্লাউড টিভি  সার্টিফায়েড অ্যাপের সুবিধা। এই স্মার্টটিভিতে করা যাবে  ওয়াইফাই কানেকশন।  মিলবে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সোনি  লিভ  সহ আরও অনেক অ্যাপের অ্যাক্সেস। এই মডেলের কিনলে পুরনো মডেলের ওপর পাওয়া যাবে 2,120 টাকার এক্সচেঞ্জ অফার। এখান থেকে কিনুন

Shinco 80 cm ( 32 inches) HD Ready Smart LED TV SO328AS (Black) ( 2020 Model) l With Uniwall

এই 32 ইঞ্চি স্মার্ট টিভি অ্যামাজনে মিলবে 13,999 টাকায়। এই এলইডি টিভিতে থাকবে ইউএসবি এবং HDMI কানেক্টর। এছাড়া মিলবে ইউনিওয়াল UI, কন্টেন্ট ডিসকভারি ইঞ্জিনের সুবিধা। এছাড়া থাকবে লাইভ নিউজ স্ট্রিমিং, মুভি বক্স অ্যাপে দশ হাজারের ওপরে ফ্রি মুভিজের সুবিধা। মিলবে একাধিক সার্টিফায়েড অ্যাপ। এছাড়া মিলবে মিলবে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সোনি  লিভ সহ আরও অনেক অ্যাপের অ্যাক্সেস। এই টিভিতে থাকবে ওয়াল মাউন্ট ও টেবিল মাউন্টের সুবিধা। এখান থেকে কিনুন

Shinco 80 cm ( 32 inches) HD Ready LED TV S03A (Black) (2020 model)

অ্যামাজনে এই 32 ইঞ্চি স্মার্ট টিভি মিলবে 12,990 টাকায়। এই এইচডি এলইডি টিভিতে থাকবে ইউএসবি এবং HDMI কানেক্টর। এছাড়া মিলবে 720P পিকচার কোয়ালিটি। এই টিভির স্পেশ্যাল ফিচারগুলি হল-স্মার্ট এনার্জি সেভিং ফিচার, ইউএসবি কপির সুবিধা। এছাড়া মিলবে 178 ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল। অ্যামাজনে এই এলইডি টিভির ইএমআই শুরু হবে 611 টাকা থেকে। এখান থেকে কিনুন

VW  80 cm (32inches) HD Ready LED TV VW32A (Black) (2021 Model)

অ্যামাজনে এই 32 ইঞ্চি স্মার্ট টিভি মিলবে 11,999 টাকায়। এই এলইডি টিভিতে মিলবে ওয়াল মাউন্ট এবং টেবিল মাউন্টের সুবিধা। এই স্মার্ট টিভির স্পেশ্যাল ফিচার হল ইন্টেলিজেন্ট প্রসেসিং ইঞ্জিন টেকনোলজি। এই টিভিতে মিলবে 720P পিকচার কোয়ালিটির সুবিধা। অ্যামাজনে এই এলইডি টিভির ইএমআই শুরু হবে 565 টাকা থেকে। এখান থেকে কিনুন

Connect On :