Amazon Great Indian Festival 2021: কম বাজেটে কোন Smart TV তে কত ছাড়, দেখে নিন

Updated on 29-Sep-2021
HIGHLIGHTS

অ্যামাজনে স্মার্ট টিভির ওপর পাওয়া যাচ্ছে 10,001 টাকা পর্যন্ত ছাড়

20,000 টাকার মধ্যে কেনা যাবে ব্র্যান্ডেড স্মার্ট টিভি

আজ নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি এইচডি রেডি টিভির খোঁজ

খুব তাড়াতাড়ি ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) চালু করতে চলেছে এই বছরের সবচাইতে বড় ফেস্টিভ সেল। Amazon Great Indian Festival Sale 2021 শুরু হচ্ছে 4 অক্টোবর থেকে। এই সেলে নামি দামী গ্যাজেটের ওপর মিলবে দারুণ সব ডিসকাউন্ট। বিভিন্ন ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ পাওয়া যাবে কম দামে।

আপনি যদি বাজেটের মধ্যে স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন, তবে আপনার জন্য এই ফেস্টিভ সেল এনে দিচ্ছে দারুণ সুযোগ। মাত্র 20,000 টাকার মধ্যে কেনা যাবে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট টিভি। দেখে নিন একনজরে-

AmazonBasics 80cm (32inch) HD Ready Smart LED Fire TV AB32E10SS (Black) ( 2020 Model)

অ্যামাজনে এই 32 ইঞ্চির স্মার্ট টিভি কেনা যাবে 16,999 টাকায়। কাস্টমার এই টিভি পাবেন আসল দাম থেকে 10,001 টাকা কমে। এই স্মার্ট টিভিতে রয়েছে 60Hz রিফ্রেশ রেটের এলইডি ডিসপ্লে। স্ক্রিন রেজোলিউশন কোয়ালিটি 720p। সঙ্গে রয়েছে ওয়াল মাউন্ট এবং টেবিল মাউন্টের সুবিধা। ইএমআইয়ের সুবিধাও পাওয়া যায় এইচ রেডি ফায়ার টিভির ওপরে। কেনা যাবে এখান থেকে

Mi 80cm (32 inches) HD Ready Android Smart LED TV 4A PRO I L32M5-AL (Black)

32 ইঞ্চির  স্মার্ট এলইডি টিভি অ্যামাজনে কেনা যাবে 16,999 টাকা দিয়ে। এই টিভিতে পাওয়া যাবে বিল্ট- ইন ওয়াইফাইয়ের সুবিধা। সেইসঙ্গে রয়েছে ইউএসবি কেবিল এবং এইচডিএমআই সাপোর্ট। অ্যামাজনে এই স্মার্ট টিভি কেনা যাবে মার্কেট প্রাইসের থেকে 3,000 টাকা কম দামে। কেনা যাবে এখান থেকে

Samsung 80cm (32 inches) Wondertainment Series HD Ready LED Smart TV UA32TE40AAKBKL (Titan Gray) (2020 Model)

19,240 টাকা দিয়ে অ্যামাজনে কেনা যাবে এই এইচডি রেডি টিভি।  স্মার্ট টিভির স্ক্রিনের রিফ্রেশ রেট 60HZ এবং স্ক্রিন রেজোলিউশন 1080p। এলইডি টিভিতে রয়েছে বিল্ট ইন অ্যালেক্সা সাপোর্ট এবং ভয়েস কন্ট্রোল ফিচার। টিভির ওপর মিলবে ইএমআইয়ের সুবিধা। কেনা যাবে এখান থেকে

One Plus 80cm (32 inches) Y Series HD Ready  LED Smart Android TV 32Y1 (Black) ( 2020 Model)

অ্যামাজনে 32 ইঞ্চির এই স্মার্ট টিভি কেনা যাবে 18,999 টাকা দিয়ে। এইচডি রেডি এই স্মার্ট টিভিতে পাওয়া যাবে 720p রেজোলিউশনের স্ক্রিন। এই টিভির ওপর পাওয়া যাবে ইএমআইয়ের সুবিধা। মার্কেট প্রাইসের থেকে অ্যামাজন এই প্রডাক্টের ওপর দিচ্ছে 1,000 টাকার ছাড়। কেনা যাবে এখান থেকে

LG 80cm (32inches) HD Ready Smart LED TV 32LM563BPTC (Dark Iron Gray) (2020 Model)

Amazon-এ এই এইচডি রেডি স্মার্ট টিভি কেনা যাবে 17,999 টাকায়। এই স্মার্ট টিভির স্ক্রিনের রিফ্রেশ রেট 50Hz। আসল দাম থেকে অ্যামাজনে এই  টিভি পাওয়া যাবে 3,991 টাকা কম দামে। এছাড়া রয়েছে  নো- কস্ট ইএমআইয়ের সুযোগও। কেনা যাবে এখান থেকে

 

 

 

 

Connect On :