মাত্র 6999 টাকায় কিনুন 32 ইঞ্চি সহ Frameless Smart TV, লুফে নিন অফার

মাত্র 6999 টাকায় কিনুন 32 ইঞ্চি সহ Frameless Smart TV, লুফে নিন অফার

বড় স্ক্রিন সহ নতুন স্মার্ট টিভি বাড়ি নিয়ে আসতে চান, তবে বাজেট কম? চিন্তা নয়, দুর্দান্ত অফার এবং ডিসকাউন্টের সাথে 7000 টাকার কম দামে গ্রাহকরা গুগল টিভি অপারেটিং সিস্টামে কাজ করা Frameless Smart TV কেনার সুযোগ রয়েছে। গ্রাহকরা বিশেষ ছাড়ের সাথে অনলাইন শপিং সাইট Flipkart থেকে এটি কিনতে পারবেন।

গ্রাহকদের কম দামে QLED ডিসপ্লে সহ স্টাইলিশ টিভি কেনার সুযোগ রয়েছে। এই ছাড় Foxsky Smart TV তে দেওয়া হচ্ছে। এই মডেলটি ছাড়ের পাশপাশি ব্যাঙ্ক ডিসকাউন্টেও বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: Jio এর আরেকটি বড় ঝটকা, চুপিসারে বন্ধ করে দিল সস্তার দুটি রিচার্জ প্ল্যান

ছাড়ের সাথে কিনুন Smart TV

ই-কমার্স Flipkart সাইটে Foxsky QLED HD Ready Smart Google TV 32FSGOOGLE LED TV মডেলটি 6999 টাকায় লিস্ট করা হয়েছে। এছাড়া ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় পেতে পারেন। যার মানে টিভিতে 1500 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

Foxsky QLED HD Ready Smart Google TV Smart TV

Foxsky স্মার্ট টিভিতে কেমন ফিচার রয়েছে

ফিচারের কথা বললে, Foxsky Smart Tv তে ফ্রেমলেস ডিজাইন সহ 32-ইঞ্চির HD Ready ডিসপ্লে রয়েছে যা 60Hz রিফ্রেশ রেট সহ আসে। এতে Vivid Picture Engine এর সাপোর্ট দেওয়া হয়েছে এবং এটি DTS Virtual X এর সাপোর্ট করে। এই টিভিতে 30W ক্ষমতা সহ স্পিকার দেওয়া হয়েছে এবং GoogleTV ভিত্তিক সফটওয়্যার দেওয়া হয়েছে।

স্মার্ট টিভিতে বিল্ট-ইন ক্রোমকাস্ট এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সাপোর্ট পাওয়া যাবে। এতে USB এবং HDMI মতো একাধিক কানেক্টিভিটি অপশন দেওয়া হয়েছে। এই টিভি Netflix, Prime Video, Disney+ Hotstar এবং YouTube মতো OTT এর সাপোর্ট থাকছে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ সবচেয়ে পাতলা ফোন হতে পারে Vivo V50, ফোনের প্রথম লুক এল সামনে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo