আপনারা যদি ফোনে এয়ারটেলের নেটওয়ার্ক ব্যাবহার করেন আর এর স্লো স্পিডের জন্য বিরক্ত হন তবে এই আর্টিকেলে আমরা এমন কিছু টিপস আর ট্রিক্স বলব যে আপনারা এর মাধ্যমে এয়ারটেলের নেটের স্পিড বাড়াতে পারবেন
প্রায়ই ইন্টারনেট স্পিড নিয়ে সমস্যা দেখা যায়। আর আজকে আমরা এখানে কী করে আপনারা নিজেদের এয়ারটেলের স্পিড বারাবেন সেই বিষয়ে বলব।
এভাবে এয়ারটেলের নেটের স্পিড বাড়ান
আপনারা এই মেথডের মাধ্যমে সমস্ত ডিভাইসেই স্পিড বাড়াতে পারবেন
এয়ারটেল ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আপডেটে ক্রোম বা ফায়ারবক্স ব্রাউজার ব্যাবহার করুন।
ক্যাশ ক্লিয়ার করুন আর জাঙ্ক অ্যাপ আনইন্সটল করুন।
এয়ারটেলের মোবাইল ডাটা ব্যাবহার করার সময়ে নিজের ডিভাইস সিঙ্ক করবেন না।
এই স্টেপ গুলি ফলো করার পরে ডিভাইস রিস্টার্ট করুন।
ওপরে বলা স্টেপ ফলো করার পরে আপনাদের নিজেদের এয়ারটেল নেট স্পিড 2 থেকে 3 গুন বেশি বৃদ্ধি পাবে। আর আপনারা নিজদের ডাউনলোড স্পিড বাড়াতে চাইলে নীচের স্টেপ গুলি ফলো করতে পারবেন আর এর পরে আপনারা বেশি স্পিড পাবেন।
3G নেটওয়ার্ক এই সময়ে এখনও ব্যাবহার করা হয় আর এই সময়ে নিজের 3G নেট স্পিড বাড়ানো দরকার। আর নিজের ডিভাইসে এয়ারটেলের নেটের 3G স্পিড বাড়ানোর জন্য এই স্টেপ গুলি ফলো করুন।