ভারতে টেলিকম অপারেটারদের মধ্যে প্রতিযোগিতা প্রতিদিন ক্রমাগত বাড়ছে। আর এর মধ্যে প্রিপেড ইউজার্সদের জন্য অনেক সুবিধা হচ্ছে। আপাতত গত সপাথে এয়ারটেল তাদের 100 টাকার আর 500 টাকার টপ আপ প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল আর তা লাইফ টাইম বৈধতা যুক্ত ছিল। আর এবার ভোডাফোন তাদের 50,100 আর 500 টাকার টপ আপ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে আর এয়ারটেলের তুলনায় এটি অনেক বেশি বেনিফিট দিচ্ছে।
আমরা যদি প্রথমে 50 টাকার টপ আপ রিচার্জ প্ল্যানের দিকে দেখি তবে এই প্ল্যানে 39.37 টাকার টক টাইম অফার করে আর এটি 28 দিনের জন্য বৈধ। আর আমরা যদি এর আউটগোয়িংয়ের দিকটি দেখি তবে এই প্ল্যানে কিছু ব্যালেন্স থেকে গেলে তা পরের রিচার্জে ক্যারিফরোয়ার্ড হয়ে যাবে। আর আপনারা যদি 1,499 টাকার রিচার্জ করেন তবে 365 দিনের বৈধতা অফার পাবেন আর 39.37 টক টাইমে 365 দিনের জন্য বৈধ তবে 28 দিনের জন্য না।
এর পরের টপ আপ রিচার্জ প্ল্যানটি হল 100 টাকার আর এই 100 টাকার টক টাইমে 28 দিনের আউটগোয়িং কল অফার করে। আর সেখানে 500 টাকার টপ আপে 500 টাকার টক টাইমের সবঙ্গে 84 দিনের বৈধতা পাওয়া জাচ্ছে।আ র সব মিলিয়ে আপনারা টপ আপ রিচার্জ প্ল্যানে আউটগোয়িং বৈধতা যুক্ত প্রিপেড প্ল্যানের বৈধতার সমান হবে।
ভোডাফোনের 10 টাকার টপ আপ রিচার্জে ইউজার্সরা 7.47 টক টাইম 1,000 টাকা আর 1,000 টাকার ফুল টক টাইম আর 5000 টাকার টপ আপে 5000 টাকার ফুল টক টাইম পাচ্ছে।
এয়ারটেলের 100 টাকার টপ আপ রিচার্জে 81.75 টক টাইম পাওয়া যাবে আর সেখানে 500 টাকার টপ আপ রিচার্জ প্ল্যাহ্নে 420.73 টক টাইমে পাওয়া যাবে আর যা লাইফটাইম বৈধতার সঙ্গে এসেছে। আর আমরা যদি দুটি কম্পেয়ার ক্রি তবে এই ক্ষেত্রে ভোডাফোনের প্ল্যান বেশি বেনিফিট অফার করে।